প্রমোদতরীতে মাদক-কাণ্ডে এবার চলচ্চিত্র প্রযোজক ইমতিয়াজ খাতরির বান্দ্রার বাড়ি এবং অফিসে শনিবার অভিযান নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এনসিবি-র অভিযোগ, মাদক কাণ্ডে ইমতিয়াজ খাতরি জড়িত রয়েছেন। বলিউডের অনেক নামী দামী তারকার সঙ্গে যার যোগাযোগ রয়েছে বলে জানিয়েছেন।
মাদক কাণ্ডে দু’দফায় এনসিবি হেফাজতের পর বৃহস্পতিবার আরিয়ানকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এদিকে শুক্রবার সকাল থেকে দীর্ঘ শুনানির পর মাদক মামলায় আরিয়ান খানের জামিনের আবেদন খারিজ করে দেয় মুম্বইয়ের আদালত। এর জেরে আপাতত তাঁর ঠিকানা আর্থার রোড জেল। আরিয়ানের দুই বন্ধু আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচার জামিনের আবেদনও বাতিল হয়ে যায়। আরিয়ান এবং তাঁর বন্ধুদের ১৪ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেয় মুম্বইয়ের আদালত। এই মামলার শুনানি এবার থেকে বিশেষ এনডিপিএস আদালতে হবে বলে জানিয়েছে এসপ্ল্যানেড আদালত।ট্রেন্ডিং স্টোরিজ
শুক্রবার এই মামলা নিয়ে মুখ খুললেন এনসিবির মুম্বই জোনের ডিরেক্টর সমীর ওয়াংখাড়ে। ওয়াংখাড়ে বলেন, ‘আমরা এবং প্রসিকিউশন চেষ্টা করব যাতে মামলাটি শেষ পর্যন্ত যায় এবং যুক্তিযুক্ত পরিণামে পৌঁছায়। আমাদের মামলা শক্তিশালী এবং আদালতে সেটাই উপস্থাপন করব।’