ধর্মীয় সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের অঙ্গ হিসেবে ৩৬ টি মসজিদ বন্ধ করে দিলো ফরাসি সরকার। গত বছর এক জেহাদির হাতে স্যামুয়েল প্যাটির নৃশংস হত্যার পর নড়েচড়ে বসে এমানুয়েল মাক্রোঁ সরকার।
তখন থেকেই মসজিদগুলোর উপর নজরদারি বাড়ে। এযাবৎ ৮৯ টি মসজিদের উপর করা নজরদারি চালানো হয়েছে। এর মধ্যে, ৩৬ টি মসজিদে তালা ঝুলিয়ে দেয়া হয়।
সারথে, মেওতার্থে -এত -মোসলে, কোতে-ড’ওর, রহনে এবং গার্ড অঞ্চলের আরো ৬ টি মসজিদ বন্ধ হওয়ার পথে।
ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে ফ্রান্সের যুদ্ধ ঘোষণা
দেশের অভ্যন্তরীন বিষয়ক মন্ত্রী জেরাল্ড ডারমানীন বলেন দেশের মোট স্পর্শকাতর ২৪,০০০ অঞ্চলের উপর কড়া নজর রাখা হচ্ছে। ৬৫০ টি বাসস্থানে জেহাদিদের আশ্রয় দেওয়ার অপরাধে তালা ঝোলানো হয়েছে।
সরকার ইতিমধ্যে রাজনৈতিক ইসলামের প্রচারের জন্য পাঁচটি ইসলামীয় সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে।
আরো ১০ টি চরমপন্থী সংগঠনকে বন্ধ করা হবে শীঘ্রই। ওই সংগঠনগুলোর সাথে যুক্ত ২০৫ টি ব্যাঙ্ক একাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে।
দুজন ইমামে বরখাস্ত করা হয়েছে। সরকারের নিয়ম অনুযায়ী ২০২৩ এর পর কোনো ধর্মীয় নেতা ফ্রান্স প্রবেশ করতে পারবে না। এছাড়া বর্তমনে বাসবাসরত বিদেশী ধর্মীয় নেতারা নিজেদের অনুমোদন পত্র বারবার জন্য আবেদন করতে পারবেন না, কারণ তা করা হবে না।