প্রবল বিতর্কের মধ্যেই কলকাতা পুলিশের প্রাক্তন নগরপাল রাজীব কুমারকে বাড়তি দায়িত্ব দিয়েছিল রাজ্য সরকার। ১ মার্চ নবান্নের তরফে একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছিল, সিআইডির এডিজি আইনশৃঙ্খলা পদের সঙ্গে তাকে কলকাতা পুলিশের এসটিএফের ইকোনমিক অফেন্সেস ডিরেক্টর পদের এবং কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। ৬ মার্চ ফের একটি বিজ্ঞপ্তি জারি করে পূর্ববর্তী বিজ্ঞপ্তি স্থগিত করে দিল রাজ্য সরকার।
প্রসঙ্গত, মেয়াদ সম্পূর্ণ হয়ে যাওয়ায় কলকাতা পুলিশ কমিশনার পদ থেকে সিআইডির এডিজি আইনশৃঙ্খলা পদে বদলি করা হয়েছিল সারদা মামলায় অন্যতম বিতর্কিত আইপিএস রাজীব কুমারকে। তার জায়গায় নতুন কলকাতা পুলিশ কমিশনার হন অনুজ শর্মা। কিন্তু ১ মার্চ নবান্নের বিজ্ঞপ্তি ঘোষণায় পরিষ্কার হয়ে যায়, একই সঙ্গে রাজ্য ও কলকাতা পুলিশের দুই শীর্ষপদেই থাকতে চলেছেন রাজীব কুমার। তা নিয়ে বিভিন্ন মহলে ওঠে সমালোচনার ঝড়। অনেকেই প্রশ্ন তোলেন, ২০০৮ সালে রাজীব কুমার তো এসটিএফে ছিলেন, তা হলে আবার কেন? একই সঙ্গে রাজ্য ও কলকাতা পুলিশের শীর্ষপদে কেউ থাকতে পারেন কি?
আর হয়তো তার জেরেই ফের একটি বিজ্ঞপ্তি জারি করে নবান্নের তরফে সিদ্ধান্ত স্থগিত ঘোষণা করা হয়। তাই সিআইডির এডিজি আইনশৃঙ্খলা পদেই এখন থেকে নিজের কর্তব্যপালন করবেন রাজীব কুমার।