পুজোয় সারা রাত পরিষেবা মিলবে না বলে আগেই জানিয়ে দিয়েছিল কলকাতা মেট্রো। তবে মাঝরাত পর্যন্ত পরিষেবা দিতে পরিকল্পনা করছে তারা। সূত্রের খবর, সব ঠিক থাকলে মাঝরাত পর্যন্ত মেট্রো চড়ে ঠাকুর দেখতে পারবেন দর্শনার্থীরা। তবে কিনতে হবে স্মার্টকার্ড।
কলকাতা মেট্রো সূত্রে জানানো হয়েছে, করোনা পরিস্থিতিতে অন্যান্য বছরের মতো সারারাত পরিষেবা দেওয়ার কোনও পরিকল্পনা নেই। তবে মাঝরাত পর্যন্ত পরিষেবা দেওয়ার কথা ভাবছে তারা। করোনার লকডাউনের পর থেকে ধাপে ধাপে পরিষেবা বাড়িয়েছে কলকাতা মেট্রো। সোমবারও বেড়েছে ১০টি ট্রেন। তবে পুজোর সময় কী নিয়মে ট্রেন চলবে তা এখনো জানায়নি তারা।ট্রেন্ডিং স্টোরিজ
মেট্রোর তরফে জানানো হয়েছে, কয়েক দিনের মধ্যে বিজ্ঞপ্তি দিয়ে পুজোয় কী নিয়মে পরিষেবা মিলবে তার নির্ঘণ্ট প্রকাশ করা হবে। তবে মেট্রোয় প্রবেশ করতে কিনতে হবে স্মার্ট কার্ড। সেজন্য প্রায় ৬ লক্ষ স্মার্টকার্ড মজুত রেখেছে তারা। বিভিন্ন স্টেশনে ইতিমধ্যে স্মার্টকার্ড পৌঁছেও গিয়েছে। এক স্মার্টকার্ড কিনে মেট্রোয় চড়ে গন্তব্যে পৌঁছে তা ফেরত দিয়ে টাকা পাওয়া যাবে।
যাত্রীদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা করছে মেট্রো। ভিড় নিয়ন্ত্রণে থাকছে বাড়তি বাহিনী। গেটের বাইরে ভিড় নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতা পুলিশকে।