ভারতীয় সেনাবাহিনীর আধুনিকীকরণে বিশেষ জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার, নেওয়া হলো নতুন স্ট্র্যাটেজি

ভারতীয় সেনাবাহিনীর আধুনিকীকরণের ক্ষেত্রে নিত্য নতুন পরিকল্পনা নিচ্ছে কেন্দ্রীয় সরকার।

ভারতীয় সেনাবাহিনীর হার্ডওয়্যার (hardware) যোগান ও উন্নতিসাধনের জন্য বরাদ্দ হলো তেরো হাজার একশো পঁয়ষট্টি কোটি টাকা।

এছাড়া হ্যাল (H A L) থেকে কেনা হতে চলেছে ২৫ টি (25) অ্যাডভান্সড লাইট হ্যালিকপ্টার।

ডিফেন্স একুইজিশন কাউন্সিল (Defence Aquisition Council বা D A C) ইতিমধ্যেই এর অনুমোদন দিয়ে দিয়েছে। D A C আরো চার হাজার ন’শো বাষট্টি কোটি টাকা অনুমোদন করেছে টার্মিনালি গাইডেড (Terminally Guided) H E P F / R H E রকেট আম্মুনিশন (Rocket Ammunition) কেনবার জন্য।

সীমান্ত সুরক্ষার ব্যাপারেও বিশেষ কিছু অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারের ব্যাপারেও বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে সূত্র মারফত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.