হিন্দু ধর্ম , সংস্কৃতি , সভ্যতা ও ঐতিহ্যকে সম্মান জানাতে এবার অভিনব প্রকল্প নিলো গ্রেট ব্রিটেনের সরকারি মিন্ট।
তারা তাদের সোনার বারে (Gold Bar) এবার খোদাই করলো স্বয়ং দেবী মা লক্ষীর ছবি।
একেকটি সোনার বারের ওজন কুড়ি গ্রাম। দুই মিলিমিটার ঘনত্ব সমন্বিত এই সোনার বারটি ডিসাইন করেছেন বিখ্যাত ব্রিটিশ ডিসাইনার এম্মা নোবল (Emma Noble)।
একেকটি সোনার বারের ইউনিক সিরিয়েল নম্বর(unique serial number) থাকছে এবং তা রাখা হচ্ছে একটি অতি সুন্দর ও মসৃন লাল আবরণে যার উপর সনাতন হিন্দু ধর্মের চিহ্ন ” ওম “(OM) খোদাই করা আছে।
ব্রিটেনের সরকারি মিন্ট ও ডিসাইনার এম্মা নোবেলের সাথে এই গোটা ব্যাপারটায় সহযোগিতা করেছে ব্রিটেনের কার্ডিফ শহরের (Cardiff city) স্বামী নারায়ণ মন্দির কর্তৃপক্ষ।
ব্রিটেনের সরকারি মিন্ট এর জন সংযোগ বিভাগ থেকে বলা হয়েছে যে পৃথিবীর সবচেয়ে পুরানো ও ঐতিহ্যশালী ধর্ম , সংস্কৃতি তথা সভ্যতা কে সম্মান জানাতে পেরে তারা আনন্দিত ও গর্বিত।