প্রশ্ন করলেই মুশকিল , কিছুতেই তা করা যাবেনা কিছুতেই, আর করলেই শাস্তি। তালিবানি কায়দায় শেকল দিয়ে বেঁধে রাখা হচ্ছে “অবাধ্য” ছাত্রদের।
না, এটা আফগানিস্তানের (Afghanistan) কোনো মাদ্রাসা নয়। এটা উত্তরপ্রদেশের আলিগড়ের শাসনি গেট এলাকার তালিমুল কোরান মাদ্রাসার ঘটনা।
এই মাদ্রাসা চালায় ইমাম ফাহিমুদ্দিন।
ছাত্ররা পড়বার সময় যুক্তি দিয়ে কিছু বুঝতে চাইলেই মুশকিল। যুক্তির কোনো স্থান নেই ইসলামে কারণ যা বলা হয়েছে তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। যা কোরানে লেখা আছে তা তো পাল্টানোর প্রশ্নই নেই, তাই এই ক্ষেত্রে প্রশ্ন করা শুধু অমূলক তো বটেই, অপরাধও বটে। আর এই অপরাধ করার ফল ভুগতে হয় ওই মাদ্রাসার ছাত্ররা।
তা যেমনি অপরাধ তো তার তেমনই শাস্তি। ঘন্টার পর ঘন্টা হাতে পায়ে শেকল পরিয়ে ঘরে বন্দি করে রাখা হয়।
কিন্তু ইমাম ফাহিমুদ্দিন সাহেবের শেষ রক্ষা হয়নি। কোনো ভাবে খোঁজ পেয়ে যায় পুলিশ মাদ্রাসার বন্দি ছাত্রদের উদ্ধার করে। ইমাম ফাহিমুদ্দিন এখন জেলে।