ফের বড় নজির টিকাকরণের, ডিসেম্বরের টার্গেট পূর্ণ করার পথে ভারত

1/5করোনা টিকাকরণে বড় মাইলস্টোন ছুঁল ভারত। মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী প্রতি ৪ জন ভারতীয়ের মধ্যে ১ জন সম্পূর্ণ(২টি ডোজ) টিকাপ্রাপ্ত। ফাইল ছবি : রয়টার্স  (REUTERS/Francis Mascarenhas)

করোনা টিকা গ্রহণে বাধা নেই, এমন ভারতীয়দের মধ্যে ২৪.৮ শতাংশই দুটি জোজ নিয়ে ফেলেছেন। টিকাগ্রহণে বাধা বলতে বয়সসীমার নিচে, অন্তঃসত্ত্বা ইত্যাদি বোঝানো হচ্ছে। ফাইল ছবি : পিটিআই  (PTI Photo/Kunal Patil)
2/5করোনা টিকা গ্রহণে বাধা নেই, এমন ভারতীয়দের মধ্যে ২৪.৮ শতাংশই দুটি জোজ নিয়ে ফেলেছেন। টিকাগ্রহণে বাধা বলতে বয়সসীমার নিচে, অন্তঃসত্ত্বা ইত্যাদি বোঝানো হচ্ছে। ফাইল ছবি : পিটিআই  (PTI Photo/Kunal Patil)
অন্যদিকে আংশিক(একটি ডোজ) টিকাকরণ হয়েছে ৪৩.৫ শতাংশ ভারতীয়ের। ফাইল ছবি : রয়টার্স  (REUTERS)
3/5অন্যদিকে আংশিক(একটি ডোজ) টিকাকরণ হয়েছে ৪৩.৫ শতাংশ ভারতীয়ের। ফাইল ছবি : রয়টার্স  (REUTERS)
মঙ্গলবার টিকা নিয়েছেন ৫৪.১৩ লক্ষেরও বেশি মানুষ। প্রতীকী ছবি : রয়টার্স   (REUTERS/Rodrigo Garrido)
4/5মঙ্গলবার টিকা নিয়েছেন ৫৪.১৩ লক্ষেরও বেশি মানুষ। প্রতীকী ছবি : রয়টার্স   (REUTERS/Rodrigo Garrido)
এখনও পর্যন্ত দেশে ৮৭.৬৬ কোটি ডোজেরও বেশি করোনা টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে দুটি ডোজ নিয়েছেন ২৩.৩৬ কোটি জন। অন্যদিকে একটি করে ডোজ পেয়েছেন ৪০.৮৯ কোটি ভারতীয়। (ছবি-ইনস্টাগ্রাম)  (Instagram )
5/5এখনও পর্যন্ত দেশে ৮৭.৬৬ কোটি ডোজেরও বেশি করোনা টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে দুটি ডোজ নিয়েছেন ২৩.৩৬ কোটি জন। অন্যদিকে একটি করে ডোজ পেয়েছেন ৪০.৮৯ কোটি ভারতীয়। (ছবি-ইনস্টাগ্রাম) 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.