পরের মরশুমেই আইপিএলে যুক্ত হতে চলেছে দু’টি নতুন দল। সেই কথা আগেই ঘোষণা করেছিল বিসিসিআই। কিন্তু কোন দু’টি শহরের দল আইপিএলের মেগা মঞ্চে নিজেদের প্রতিভা দেখাবে, সেই বিষয়টা নির্ধারণ করা এখনও বাকি রেয়েছে। তবে শীঘ্রই সেই বিষয়ে জানা যাবে।
মঙ্গলবারই (২৯ সেপ্টেম্বর) ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআইয়ের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে আইপিএল শেষের পর পরই আগামী ২৫ অক্টোবরই দুই নতুন দলের নাম ঘোষণা করা হবে।ট্রেন্ডিং স্টোরিজ
যে চূড়ান্ত তালিকা বেছে নিয়েছে, তাতে ছ’টি শহর রয়েছে। এই ছয় শহরের মধ্যে রয়েছে গোয়াহাটি, রাঁচি, কটক, আহমেদাবাদ, লখনৌ এবং ধরমশালা। প্রথমে আহমেদাবাদ এবং লখনৌ, এই দুই শহর ভিত্তিকই আইপিএলের পরবর্তী দুই ফ্রাঞ্চাইজি হতে চলেছে বলে শোনা গেলেও বিসিসিআই তার বদলে ছয়টি শহরের নামই জানিয়েছে।