সামনেই উৎসবের মরশুম। তার প্রস্তুতিও শুরু হয়েছে পুরোদমে। এদিকে উৎসবের দিনগুলিতে জমায়েতও বাড়তে পারে। এতদিন যারা বাড়িতে ছিলেন তাঁরাও বাইরে বেরোবেন। সব মিলিয়ে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা থেকেই গিয়েছে। সেকারনেই এবার রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলকে সতর্ক করে চিঠি পাঠাল কেন্দ্র। এদিকে বর্তমানে কোভিডের গ্রাফ কিছুটা কমেছে। এর জেরে যেন কোনওভাবেই গোটা বিষয়টিকে হালকাভাবে না নেওয়া হয় সেব্যাপারেও কেন্দ্রের তরফে সতর্ক করা হয়েছে। কেন্দ্রের পাঠানো চিঠিতে বলা হয়েছে, কোভিড পরিস্থিতিতে উৎসবের দিনগুলিতে কোথাও যাতে জমায়েত না হয় সেটা দেখতেই হবে। কোনওভাবে যাতে সংক্রমণ বেড়ে না যায় সেটাও খেয়াল রাখতে হবে।
পাশাপাশি চিঠিতে বলা হয়েছে, কতজন পজিটিভ হচ্ছেন, হাসপাতালের বেড সংখ্যা ও আইসিইউ যথাযথ রয়েছে কি না সেটা খেয়াল রাখতে হবে। কোথাও কোভিড বৃদ্ধির আশঙ্কা থাকলে আগাম সতর্ক করতে হবে। স্থানীয় স্তরেও এব্যাপারে খেয়াল রাখতে হবে। জানিয়েছে কেন্দ্র। কোভিডের বিরুদ্ধে যুদ্ধের মূল পথ থেকে যাতে রাজ্যগুলি সরে না যায় সেব্যাপারেও বলা হয়েছে। কোভিড পরীক্ষা করা, নজরদারি রাখা, চিকিৎসা করা ও ভ্যাকসিন দেওয়া, এই পথগুলি মানা হচ্ছে কি না সেটা দেখাও জরুরী। গোটা উৎসবের মরশুম জুড়ে এটা খেয়াল রাখতে হবে। টিকাকরণ প্রক্রিয়াকে চালু রাখার ব্যাপারেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।