দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে আন্দ্রে রাসেলকে ছাড়াই মাঠে নামতে বাধ্য হয় কলকাতা নাইট রাইডার্স। এমনিতেই প্লে-অফে যেতে হলে কলকাতা নাইট রাইডার্সের কাছে টুর্নামেন্টের বাকি সবক’টি ম্যাচই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। তার উপর দিল্লি ক্যাপিটালস লিগ টেবিলের প্রথম দুইয়ে ঘোরাফেরা করছে প্রায় শুরু থেকেই।
অনবদ্য ধারাবাহিকতা দেখানো দিল্লি প্রতিপক্ষ হিসেবে অত্যন্ত শক্তিশালী সন্দেহ নেই। এমন বড় ম্যাচে দলের নির্ভরযোগ্য বিদেশি তারকাকে ছাড়া মাঠে নামতে হওয়া বাড়তি চাপের সন্দেহ নেই। আসলে হ্যামস্ট্রিংয়ের চোটের জন্যই রাসেল মাঠে নামতে পারেননি। তাঁর পরিবর্তে নাইটদের জার্সিতে আইপিএল অভিষেক হয় কিউয়ি পেসার টিম সাউদির।ট্রেন্ডিং স্টোরিজ
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে গত ম্যাচে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান রাসেল। দিল্লি ম্যাচের আগে ফিট হয়ে ওঠার পর্যাপ্ত সময় না থাকায় ক্যারিবিয়ান অল-রাউন্ডারকে ছাড়াই মাঠে নামতে হয় নাইট রাইডার্সকে।
রাসেল ছিটকে গেলেও অল-রাউন্ডারের পরিবর্তে অল-রাউন্ডার নয়, বরং বিশেষজ্ঞ পেসারকে মাঠে নামানোর সিদ্ধান্ত নেয় কলকাতা। যদিও সাউদির ব্যাটের হাত নিতান্ত খারাপ নয়। প্রয়োজনে ব্যাট চালাতে ওস্তাদ কিউয়ি তারকা। সুতরাং, শাকিব আল হাসানকে আরও একটা ম্যাচে মাঠের বাইরে বসেই কাটাতে হয়।
কেকেআর দিল্লি ম্যাচের প্রথম একাদশে আরও একটি পরিবর্তন করে। তারা পেসার প্রসিধের পরিবর্তে মাঠে নামায় সন্দীপ ওয়ারিয়রকে।