ভয়াবহ এক রেল দুর্ঘটনা ঘটল আমেরিকার মনট্যানায়। সেদেশের বেসরকারি রেল পরিষেবা প্রদানকারী সংস্থা অ্যামট্র্যাকের একটি ট্রেন ইলনয় স্টেটের শিকাগো থেকে উত্তর-পশ্চিম আমেরিকার ওয়াশিংটন স্টেটের সিয়্যাটেলে যাচ্ছিল। সেই সময় মনট্যানায় ট্রেনটি লাইনচ্যুত হয়। ঘটনায় প্রাণ হারিয়েছেন তিন জন। আহত হয়েছেন অন্তত ৫০ জন।
জানা গিয়েছে শনিবার স্থানীয় সময় বিকেল চারটের সময় ‘দ্য এম্পায়ার বিল্ডার’ নামক ট্রেনটি উত্তর-মধ্য মনট্যানার জপলিন শহরের কাছে লাইনচ্যুত হয়। কানাডা সীমান্ত থেকে দুর্ঘটনাস্থলটি মাত্র ৪৮ কিলোমিটার। ট্রেনটিতে মোট ১৪৬ জন যাত্রী ছিলেন। পাশাপাশি ১৬ জন রেলকর্মীও ট্রেনটিতে ছিলেন। দুটি লোকো ইঞ্জিন এবং ১০টি ‘কার’ ছিল ট্রেনটিতে।
জানা যায় দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনের ১০টির মধ্যে ৭টি ‘কার’ লাইনচ্যুত হয়। এদিকে দুর্ঘটনার পর ট্রেন সংস্থআ অ্যামট্র্যাক স্থানীয় প্রশাসনের সঙ্গে আহতদের উদ্ধার কাজ শুরু করে। এদিকে রেল দুর্ঘটনার কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। এদিন মনট্যানার আকাশ পরিস্কার ছিল। আবহাওয়া ভালো থাকা সত্ত্বেও এভাবে ট্রেনটি লাইনচ্যুত কেন হল, তার তদন্ত শুরু করা হবে বলে জানা গিয়েছে।