আজকের ২১ শে জুলাইয়ের সমাবেশ ‘একটি ফ্লপ শো’ বলে মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রবিবার বিজেপির রাজ্য দফতরে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, হতাশাভাবে শেষ হল ২১শে জুলাইয়ের সমাবেশ। আর এই সমাবেশের মঞ্চ থেকে সমস্ত দোষ দেওয়া হল দিলীপ ঘোষ ও বিজেপিকে।
তিনি দাবি করেন, গত ২৬ বছরের মধ্যে সবথেকে কম ভিড় হয়েছে এবছর। খুব কষ্ট করে একটা সমাবেশ করেছিল, সেখানেও ভিড় কম হল।
এদিন মঞ্চে উঠেই মুখ্যমন্ত্রী বলেছিলেন এই সমাবেশে প্রচুর লোক হয়েছে। রেড রোডে ২-৩ লক্ষ মানুষ ভিড় ঠেলে আসতে পারছে না। পাশাপাশি মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, এই সমাবেশের জন্য অনেক ট্রেন বাতিল করা হয়েছে। সেই অভিযোগকে নস্যাৎ করে দিলীপ ঘোষ বলেন, “মিথ্যে অভিযোগ করা হয়েছে। অন্যদিনের থেকে আজকে বেশি ট্রেন দেওয়া হয়েছে। কিন্তু ট্রেনে লোক নেই। ফাঁকা কামরা এসেছে। ফাঁকা বাস এসেছে।”
একইসঙ্গে এদিনের সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী দাবি করেন, সিবিআই জেরার নামে তৃণমূল নেতাদের ডেকে বিজেপিতে যোগ দেওয়ার কথা বলে। মুখ্যমন্ত্রীর এই দাবিকে চ্যালেঞ্জ করে দিলীপ ঘোষ বলেন, মুখ্যমন্ত্রীর ক্ষমতা থাকলে ওই সিবিআই অফিসারের নাম বলুন।
আমরা তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানাব।