আগুন নেভানোর আছিলায় আগুন লাগাচ্ছে পাকিস্তান। রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে ইমরান খানের বক্তব্যের জবাব দিতে গিয়ে এমন ভাষাতেই তোপ দাগা হল ভারতের তরফে। ভারতের ফার্স্ট সেক্রেটারি স্নেহা দুবে পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে তুলোধনা করেন। স্নেহা বলেন, ‘পাকিস্তান রাষ্ট্রসংঘে ভারতের সম্পর্কে ভুল তথ্য বলে এর অপব্যবহার করছে। এটা খুব দুঃখের।’ তিনি আরও জানান, বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরির জন্য ভারত নয়, পাকিস্তানকে সচেতন ভাবে কাজ করতে হবে।
উল্লেখ্য, ইমরান খান গতকাল রাষ্ট্রসংঘে ভার্চুয়াল বক্তৃতায় বলেন, ‘পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক অনুকূল করার দায় ভারতের।’ ইমরান উল্লেখ করেন, দক্ষিণ এশিয়ায় দীর্ঘস্থায়ী শান্তি স্থাপন তখনই সম্ভব, যখন জম্মু ও কাশ্মীর বিতর্কের অবসান হবে। তিনি দাবি করেন, পাকিস্তান নাকি ভারতের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে উৎসাহী।ট্রেন্ডিং স্টোরিজ
ইমরানের এই বক্তব্যের জবাবে ‘রাইট টু রিপ্লাই’-তে পাকিস্তান আর সন্ত্রাস নিয়ে ভারতের দুশ্চিন্তার কথা তুলে ধরে ফার্স্ট সেক্রেটারি স্নেহা দুবে বলেন, পাকিস্তান যে জঙ্গিদের আশ্রয় দেয় এটা সবাই জানে। জঙ্গিদের সঙ্গে সম্পর্কের এর দীর্ঘ ইতিহাস রয়েছে তাদের। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের নিষিদ্ধ তালিকাভুক্ত সবচেয়ে বেশি সংখ্যক জঙ্গি সংগঠনকে অতিথি হিসেবে দেশে রাখার রেকর্ড রয়েছে পাকিস্তানের। ক’দিন আগে ৯/১১ হামলার ২০তম বছর ছিল। বিশ্ব ভোলেনি এই হামলার প্রধান ওসামা বিন লাদেন পাকিস্তানে আশ্রয় পেয়েছিল। এমনকি এখনও সেই দেশে লাদেনকে শহিদ হিসেবে গৌরবান্বিত করা হয়।’
জম্মু-কাশ্মীর প্রসঙ্গে দুবে জোর দিয়ে বলেন, ‘জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ভারতের দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল। ভারতের অবিচ্ছেদ্য অংশ। এখনও রয়েছে, ভবিষ্যতেও থাকবে। বরং পাকিস্তান অবৈধভাবে এর বেশ কিছু অংশ দখল করে রেখেছে। আমরা এখনই এই বেআইনি দখলদারি সরিয়ে পাকিস্তানকে অঞ্চলগুলি খালি করার কথা জানাচ্ছি।’