দিল্লির রোহিণী কোর্টে দুষ্কৃতীদের তাণ্ডব। আইনজীবী বেশে আদালতে এসে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। সেই ঘটনায় দিল্লির কুখ্যাত গ্যাংস্টার জিতেন্দ্র ওরফে গোগি খুন হয়। এজিকে বন্দুকবাজদের উদ্দেশে পালটা গুলি চালায় পুলিশ। ঘটনায় গ্যাংস্টার ছাড়া আরও দুই জনের মৃত্যুর খবর মিলেছে।
কুখ্যাত দুষ্কৃতী জিতেন্দ্র ওরফ গোগিকে আজ দিল্লির রোহিণী কোর্টে পেশ করার জন্য নিয়ে আসা হয়েছিল। কোর্ট নম্বর ২০৬-এ চলছিল শুনানি। সেই সময়ই গোগীর বিরোধী গোষ্ঠী টিল্লুর গ্যাংয়ের দুই জন দুষ্কৃতী উকিলের পোশাকে ছদ্মবেশে আদালতে ঢোকে বলে অভিযোগ। আদালত কক্ষের কাছে গিয়ে গোগির উপর এলোপাথাড়ি গুলি চালায় তারা। জবাবে পুলিশও গুলি চালায়। পুলিশের গুলিতে দুই জন হামলাকারীর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। গুরুতর ভাবে জখম হয় গোগি। পরে তারও মৃত্যু হয়।ট্রেন্ডিং স্টোরিজ
মৃত গ্যাংস্টার গোগির বয়স ৩০। স্কুল ছেড়ে কম বয়সে জমি-সম্পত্তি বিষয়ে লেনদেন শুরু করে সে। এরপর বেশ কয়েকটি অপরাধমূক মামলার সঙ্গে নাম জড়িয়ে পড়ে গোগির। ২০২০ সালে গোগিকে মহারাষ্ট্রে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যা, ডজনখানেক চাঁদাবাজি ছাড়াও ডাকাতি, গাড়ি চুরি এবং ডাকাতির মামলা চলছিল।