১১৮টি Arjun Mk-1A ট্যাঙ্কের অর্ডার দিল প্রতিরক্ষামন্ত্রক, কতটা উন্নত এই হাতিয়ার?

৭ হাজার ৫২৩ কোটি টাকার যুদ্ধের ট্যাঙ্ক কেনার বরাত দিল ভারতের প্রতিরক্ষা মন্ত্রক। দেশীয় ভাবে তৈরি ১১৮টি অর্জুন-এমকে-১এ  ট্যাঙ্ক ভারতের পরিবেশে সেনাদের সুরক্ষা দিতে সক্ষম। সেভাবেই এটা ডিজাইন করা হয়েছে। খবর প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে। চেন্নাই সংলগ্ন অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ডের আওতায় থাকা আভাদির ফ্য়াক্টরিতে তৈরি হবে এই ট্যাঙ্ক। ভারতীয় বাহিনীকে আরও শক্তিশালী করার নিরিখে আনা হচ্ছে এই ট্যাঙ্ক। প্রসঙ্গত ভারতীয় বিমান বাহিনীকে সজ্জিত করতে কয়েকদিন আগেই ৩৩,০০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন করা হয়েছে। পাশাপাশি প্রায় সাত মাস আগে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল এই ধরনের ট্যাঙ্কের প্রয়োজনীতার কথা উল্লেখ করেছিল। মন্ত্রক সূত্রে খবর, বর্তমানে সেনার হাতে রয়েছে Arjun Mk-1। এবার তারই উন্নত ভার্সন Arjun Mk-1A নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। চেন্নাইয়ের কমব্যাট ভেহিকেলস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এসটাব্লিসমেন্ট এই ট্যাঙ্কের ডিজাইন করেছে।ট্রেন্ডিং স্টোরিজ

অন্তত ৭২টি ক্ষেত্রে আগের তুলনায় আপগ্রেড করা হয়েছে এই ট্যাঙ্কটিকে। এটির যাতায়াতের ক্ষমতা, শত্রু শিবিরের হামলার মুখে টিকে থাকার ক্ষমতাও বৃদ্ধি করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, একেবারে উন্নত প্রযুক্তি সংযুক্ত থাকবে এই ট্যাঙ্কের সঙ্গে। স্বয়ংক্রিয়ভাবে অব্যর্থ নিশানায় রিমোট কন্ট্রোলে এটি হামলা করতে সক্ষম। দিন রাত, যেকোনও ভূভাগে সমানভাবে কর্মক্ষম এই ট্যাঙ্ক। আন্তর্জাতিক ক্ষেত্রে যেকোনও এই শ্রেণির ট্যাঙ্কের সঙ্গে পাল্লা দিতে পারবে অর্জুন। প্রথম ৫টি ট্যাঙ্ক আগামী ৩০দিন পর ডেলিভারি দেওয়া হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.