স্কোরবোর্ডে মাত্র ১৭০ রান তুলেও কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে এক ইনিংস ও ৪৪ রানের বড় ব্যবধানে জয় তুলে নিল এসেক্স। নর্দাম্পটনশায়ারকে কার্যত বিধ্বস্ত করে দ্বিতীয় ডিভিশন কাউন্টির খেতাব জিতল এসেক্স।
মাত্র ৪টি সেশনও স্থায়ী হয়নি ম্যাচ। দ্বিতীয় দিনের প্রথম আধ ঘণ্টাতেই ম্যাচের ফলাফল নির্ধারিত হয়ে যায়। চেমসফোর্ডে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে নর্দাম্পটন। তারা ৩৪.৫ ওভারে মাত্র ৮১ রানে প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন এমিলিও। ৫টি উইকেট নেন স্যাম কুক। ৪টি উইকেট দখল করেন জেমি পর্টার।ট্রেন্ডিং স্টোরিজ
জবাবে ব্যাট করতে নেমে এসেক্স তাদের প্রথম ইনিংসে ১৭০ রান তুলে সব উইকেট হারিয়ে বসে। অ্যাডাম হোয়েদার ৩৪, ড্যান লরেন্স ৩৩, নিক ব্রাউন ২০ ও অ্যালেস্টার কুক ১৮ রান করেন। ৪টি করে উইকেট নেন টম টেলর ও জ্যাক হোয়াইট।
প্রথম দিনের শেষে নর্দাম্পটনশায়ার তাদের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ২৩ রান তোলে। সুতরাং, প্রথম দিনে দু’দলের মিলিয়ে মোট ২৫টি উইকেট পড়ে। দ্বিতীয় দিনে মাত্র ৩৩টি বলেই নর্দাম্পটনের বাকি ৫টি উইকেট তুলে নেয় এসেক্স। ৪৫ রানে গুটিয়ে যায় নর্দাম্পটনশায়ারের দ্বিতীয় ইনিংস। ২৪ রান করেন লিউক প্রোক্টর। ৫টি উইকেট নেন স্যাম কুক। ৪টি উইকেট শেন স্ন্যাটারের।