সামনের বছর উত্তরপ্রদেশের নির্বাচন। তার ঠিক আগেই, রাজ্যে বাড়ছে লাভ জেহাদের সংখ্যা। গত তিন মাসে, ডজন খানেকের উপর লাভ জেহাদের ঘটনা লিপিবদ্ধ হয়েছে পুলিশের খাতায়।
এবার এই ধরণের আরেক ঘটনা সামনে এলো।
এক মহিলা যিনি বর্তমানে দিল্লিতে বাস করেন তিনি আই জি আর এস অর্থাৎ ইন্টেলিজেন্স গ্যাদারিং এন্ড রিট্রীভাল সিস্টেমের ওয়েবসাইট অভিযোগ করেন প্রয়াগরাজের এক মুসলিম ব্যক্তির বিরুদ্ধে যে তাঁকে প্রতারণা করে ভালোবাসার জালে ফেলে জোর করে ধর্মান্তরিত করার চেষ্টা করে ।
ওই মহিলা ওই ব্যক্তি ও ধৰ্ম প্রচারকের বিরুদ্ধে তাঁকে খুন করে মেরে ফেলার চেষ্টা করার অভিযোগ ও আনেন।
ঘটনার বিবরণে প্রকাশ, ওই মহিলা দিল্লী থেকে তাঁর এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে ৭ মাস আগে প্রয়াগরাজ যান। সেখানে এক যুবকের সাথে তাঁর পরিচয় হয়। সে যুবক নিজেকে সঞ্জয় সিং নাম পরিচয় দেয়।
কিছুদিন ধরে তাঁদের মধ্যে ফোন যোগাযোগের সূত্রে ঘনিষ্ট সম্পর্ক গড়ে উঠে। সাবু আহমেদ যে নিজেকে সঞ্জয় সিং নামে পরিচয় দেয় সে মহিলাকে তার প্রয়াগরাজের বাড়িতে যেতে বলে।
বিয়ের উদ্যেশ্যে আহমেদের বাড়ি গিয়ে ওই মহিলা বুঝতে পারেন যে তিনি প্রতারণার শিকার হয়েছেন ।
আহমেদের পরিবারের লোকজন ওই মহিলাকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হতে চাপ দেয়। মহিলাকে সাবুর বাড়িতে বন্দি করে রাখা হয় ও এক মৌলানাকে দিয়ে মগজ ধোলাই করে ধর্মান্তরিত হতে বলা হয়।
পরে কোনোমতে বিয়ের জন্য কাপড় কেনার অজুহাতে ওই মহিলা পালিয়ে নিজের বাড়ি দিল্লী চলে যান। পরে সাবু ফুঁসলিয়ে মহিলাকে নিজের বাড়ি নিয়ে এসে মৌলানার সাথে একসাথে মিলে ধর্ষণ করে ও খুন করতে চেষ্টা করে। পুলিশের গাড়ির আওয়াজ শুনে ওই মহিলা পালিয়ে প্রাণে বাঁচেন। সাড়া রাত লুকিয়ে থাকার পর তিনি দিল্লী চলে যান।