বিহার, কেরল এবং অসমে ভারী বৃষ্টিপাতের ফলে মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। শনিবার পর্যন্ত এই তিন রাজ্যে শুধুমাত্র বৃষ্টিরপাতের কারণে ১৫৯ জন মানুষ মারা গিয়েছেন।
অতিরিক্ত বৃষ্টির ফলে বন্যার কবলে পড়েছে বিহারের প্রায় ১২ টি জেলার ৬৬ লক্ষ মানুষ। গত ২৪ ঘন্টায় বিহারে ১৯ জন মানুষ মারা গিয়েছেন। সেখানে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৯৭ ছাড়িয়েছে। উদ্ধার কাজে নামানো হয়েছে ১৯ কোম্পানি এনডিআরএফ বাহিনী।
অসমে বন্যার ফলে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৫৯। এই রাজ্যের প্রায় ৩৩ টি জেলার মধ্যে ২৪ টি জেলা বন্যার কবলে।
প্রায় ৩৭০০ গ্রাম জলের তলায় তলিয়ে গিয়েছে। ফলে প্রায় ৪৮ লক্ষ মানুষ ভুক্তভোগী। এখানে গত ২৪ ঘন্টায় বন্যার কারণে ১১ জন মানুষ মারা গিয়েছেন। উদ্ধার কাজে নামানো হয়েছে ভারতীয় সেনা। অন্যদিকে, কেরলে প্রবল বৃষ্টির কারণে ৯টি জেলা জলের তলায়। এখানে গত ২৪ ঘন্টায় ৩ জন মানুষ মারা গিয়েছেন। রাজ্য সরকার তরফে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে।