২১ শে জুলাই তৃণমূলের শহিদ দিবস। তার আগে বিজেপি শিবিরও প্রচেষ্টাতে কোনো খামতি রাখছে না। এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতির মন্তব্যে উস্কানিমূলক ইঙ্গিত দেখে এফআইআর দায়ের হয়েছে দিলীপ ঘোষের বিরুদ্ধে। তৃণমূলের আগামিকালের কর্মসূচিকে তিনি কটাক্ষ করে সার্কাসের সাথে তুলনা করেন।
বাঁকুড়ার ওন্দায় দলের এক অনুষ্ঠানের উপস্থিত হয়ে তিনি বলেন, “আগে রাস্তা আটকে সব টাকা ফেরত নেওয়া হবে তারপর নেতারা কলকাতা যেতে পারবেন। কাটমানি না ফিরিয়ে কলকাতায় যাওয়া যাবে না। কেউ রেহাই পাবেন না।” এইরকম বক্তব্যের পর একুশে জুলাইয়ের সভায় পৌছনো নিয়ে গেরুয়া-ঘাসফুল সংঘাতের সম্ভাবনা আরও বেশ খানিকটা বেড়ে গেল।
শাসকদলের কর্মসূচির প্রস্তুতি নিয়ে এদিন তিনি আরও বলেন, “এবার কি এইদিক থেকে কেউ ২১ জুলাই-তে কলকাতায় আদৌ যাবেন? কিছুই তো দেখতে পাচ্ছি না। না ওই সভার প্রচারে কোনও গেট আছে, না কোথাও তৃণমূলের পতাকা দেখা যাচ্ছে। রবিবার ধর্মতলায় সার্কাস হতে চলেছে। বিজয় মিছিল না শোকমিছিল?”
লোকসভা নির্বাচনে বাংলার ফলকে মনে করিয়ে দিলীপ ঘোষ আরও একবার বিজেপির শক্তিবৃদ্ধির চিত্রকে কর্মীদের সামনে তুলে ধরেন। এদিন দিলীপ দাবি করেন, ২১ জুলাইয়ের ইতিহাসে সবচেয়ে কম লোক হতে চলেছে আগামিকাল। তৃণমূলকে মানুষ শিক্ষা দিয়েছে। কাল আরও একবার বুঝিয়ে দেবে।
তৃণমূলের ২১ জুলাইয়ের সভা ভেস্তে দেওয়ার ছক কষেছে বিজেপি। তার ইঙ্গিত আগেই দিয়েছিলেন জাতীয় সম্পাদক রাহুল সিনহা। দিলীপ ঘোষ যেন সেই ভাবনাতেই অলিখিত শিলমোহর দিলেন।