এবার ফুলানি জিহাদিদের (Fulani jihadi) হাতে বেঘোরে প্রাণ গেলো ১২ জন সমাজকর্মীর।
নিহতরা প্রত্যেকেই খ্রীষ্টান ধর্মালম্বী। নাইজেরিয়ার জাঙ্গও কাতাফ এ অবস্থিত কাদুনা জেলার পেইগিম গ্রামের ঘটে ওই হত্যালীলা।
এই সমাজকর্মীরা গ্রামের দরিদ্র মানুষদের কর্মসংস্থান ও এরই সাথে চিকিৎসার ব্যবস্থা করার কাজ করতেন। আচমকাই একটি মেডিকেল ক্যাম্প চলাকালীন হামলা চালায় ইসলামিক স্টেটের(Islamic State) মদতপুষ্ট ফুলানি (Fulani) জিহাদিরা।
গুলি করে তৎক্ষণাৎ মেরে ফেলা হয় তাদের। ওই অঞ্চলে আপাতত সেনা মোতায়ন করেছে নাইজেরিয়া সরকার।
নাইজেরিয়াতে ধর্মীয় সন্ত্রাস অব্যাহত। পর্যবেক্ষকরা বলছেন জেহাদের পরবর্তী উর্বর ভূমি হতে চলেছে আফ্রিকা।১২ জন সমাজসেবীকে হত্যা করলো জঙ্গিরা।
এবার ফুলানি জিহাদিদের (Fulani jihadi) হাতে বেঘোরে প্রাণ গেলো ১২ জন সমাজকর্মীর।
নিহতরা প্রত্যেকেই খ্রীষ্টান ধর্মালম্বী। নাইজেরিয়ার জাঙ্গও কাতাফ এ অবস্থিত কাদুনা জেলার পেইগিম গ্রামের ঘটে ওই হত্যালীলা।
এই সমাজকর্মীরা গ্রামের দরিদ্র মানুষদের কর্মসংস্থান ও এরই সাথে চিকিৎসার ব্যবস্থা করার কাজ করতেন। আচমকাই একটি মেডিকেল ক্যাম্প চলাকালীন হামলা চালায় ইসলামিক স্টেটের(Islamic State) মদতপুষ্ট ফুলানি (Fulani) জিহাদিরা।
গুলি করে তৎক্ষণাৎ মেরে ফেলা হয় তাদের। ওই অঞ্চলে আপাতত সেনা মোতায়ন করেছে নাইজেরিয়া সরকার।