ভারতীয় অর্থনীতিকে পঙ্গু করার জন্য আই এস আইয়ের অর্থনৈতিক জেহাদীর চক্রান্তের পরিকল্পনা ফাঁস হওয়ার এক সপ্তাহের মধ্যেই মিলিটারি ইন্টেলিজেন্স ও বেঙ্গালুরু ক্রাইম ব্যাঞ্চের গোয়েন্দারা ২৪ বছর বয়সী এক এক গুপ্তচরকে পাকিস্তানের হয়ে কাজ করার জন্য গ্রেফতার করে।
জানা যায় আই এস আই (ISI) রাজস্থানের বাসিন্দা এক কৃষককে গুপ্তচর বৃত্তির কাজে লাগিয়েছিল। উল্লেখ্য , ভারতের কৃষক আন্দোলনের সময় থেকেই কৃষকদের মধ্য থেকে আই এস আই গুপ্তচর নিয়োগের অভিযোগ আসছিলো।
বেঙ্গালুরুর জলী মহল্লা থেকে ওই কৃষককে গ্রেফতার করা হয়।
পুলিশ আধিকারিকরা জানান ধৃত ব্যক্তি হোয়াটসাপের মাধ্যমে আই এস আইয়ের কর্তাব্যক্তিদের সাথে যোগাযোগ রাখতো। সে অডিও ও ভিডিও কলের মাধ্যমে ও সীমান্তের ওপারের গুপ্তচর বাহিনীর কর্তাদের সাথে কথা বলতো। তার বিরুদ্ধে সেনা সদর দফতরের ছবি ও ভিডিও আই এস আইয়ের কর্তাব্যক্তিদের কাছে পাঠাবার গুরুতর অভিযোগ ও আনা হয়েছে ।
সম্প্রতি রাজস্থানে আপৎকালীন যুদ্ধবিমান অবতরণের প্রশিক্ষণ হয়। তাহলে কি আই এস আইয়ের বিশেষ চোখ সীমান্তবর্তী রাজ্যের উপর?
তা মনে করার যুক্তিসম্মত কারণ আছে।
ধৃত ব্যক্তির কাছ থেকে সেনার পোশাক ও উদ্ধার করা হয়েছে। মনে করা হচ্ছে সে সেনা অফিসার এর পরিচয় দিয়ে গুপ্তচরবৃত্তি করতো।
আরো ভয়ঙ্কর ব্যাপার হলো এই যে ধৃত গুপ্তচর বারমের সেনা দফতর, অস্ত্র ও মিলিটারি স্টেশনের ছবি আই এস আইকে পাঠিয়েছে।