এবারে স্কুল খুলতে চলেছে আফগানিস্তানে। তবে জানা গিয়েছে, কেবল ছেলেদের জন্যই খোলা হচ্ছে স্কুল। মেয়েদের স্কুল কবে থেকে খোলা হবে, এ বিষয়ে কিছুই জানায়নি তালিবান সরকার।
সূত্রের খবর, আফগানিস্তানে উচ্চ প্রাথমিক স্কুলগুলি শনিবার থেকে খুলেছে। তালিবান সরকার নির্দেশ দিয়েছে, ১৩ থেকে ১৮ বছরের পড়ুয়ারা যেন ক্লাসে যোগদান করে। শুক্রবার, গভীর রাতে একটি নির্দেশিকার মাধ্যমে তালিবান সরকার জানিয়েছে, ‘সমস্ত পুরুষ শিক্ষক ও পড়ুয়ারা ক্লাসের যোগদান করুন। শিক্ষা প্রতিষ্ঠান খুলছে।’ প্রসঙ্গত, আফগান মেয়েরা স্কুলে যেতে পারত না নয়ের দশকের সময়। কিন্তু বর্তমান তালিবান সরকার জানিয়েছিল, এবার থেকে মেয়েদের কোন অধিকার কেড়ে নেওয়া হবে না। কিন্তু তালিবান মুখপাত্রের কথায় ও কাজে যে বিস্তর ফারাক রয়েছে, সেটা ভালোভাবেই বোঝা গেল। এই বিষয়ে তালিবানের মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ জানিয়েছে, আলাদা স্কুল তৈরি করা হবে মেয়েদের জন্য। তবে ভবিষ্যতে এই কাজ কবে থেকে শুরু হবে, এ নিয়ে কোন মন্তব্য করেনি তালিবান মুখপাত্র।
এবার এই বিষয়টিকে কেন্দ্র করে প্রতিবাদে সরব হয়েছে ইউনেস্কো। ইউনেস্কো জানিয়েছে, এমন সিদ্ধান্ত আফগান মেয়েদের মৌলিক অধিকার খর্ব করার শামিল। পাশাপাশি ইউনেস্কো আরও জানিয়েছে, ‘কেবল ছেলেরা স্কুলে যাবে, আর মেয়েরা কেন কোন স্কুলে যেতে পারবে না? এর ফলে সমাজে যে এর বাজে প্রভাব পড়বে। পাশাপাশি আন্তর্জাতিক মহলেও এর প্রভাব পড়বে। সেই কারণে আফগান মেয়েদের স্কুলে যাওয়ার প্রবেশাধিকার দিতে হবে।’