হৃদরোদে আক্রান্ত হয়ে প্রায় মৃত্যুমুখে ঢলে পড়েছিলেন ক্রিস কেয়ার্নস। প্রাণ বাঁচাতে হৃদযন্ত্রে আপত্কালীন অস্ত্রোপচার করাতে হয়। জীবনদায়ি সেই জটিল অস্ত্রোপচারের সময়ই স্পাইনাল স্ট্রোকে আক্রান্ত হন নিউজিল্যান্ডের প্রাক্তন অল-রাউন্ডার। ফলে পাক্ষাঘাতে তারকা ক্রিকেটারের পা অকেজো হয়ে গিয়েছে বলে জানিয়েছিলেন তাঁর আইনজীবী।
মাঝে বেশ কিছুদিন সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ায় থাকার পর কেয়ার্নস অবশেষে নিজে দেখা দিলেন সোশ্যাল মিডিয়ায়। সংক্ষিপ্ত ভিডিও বার্তায় তিনি নিজের স্বাস্থ্য সম্পর্কে আপডেট দেন অনুরাগীদের। সেই সঙ্গে তিনি তাঁর প্রাণ বাঁচানোর জন্য ধন্যবাদ জানান মেডিক্যাল টিম-সহ সকলকে।ট্রেন্ডিং স্টোরিজ
রবিবার টুইটারে ৫৯ সেকেন্ডের একটি ভিডিও বার্তা পোস্ট করেন কেয়ার্নস। ক্যাপশনে লেখেন, ‘কঠিন ৬ সপ্তাহ কাটল। ৪ অগস্ট আমার একটি গুরুত্বপূর্ণ ধমনী ছিঁড়ে যায়। এমনটা অতি বিরল, তবে প্রাণঘাতী। আপত্কালীন অস্ত্রোপচার করাতে হয় আমাকে। তার পরেই বেশ কিছু শারীরিক জটিলতার মুখে পড়তে হয় আমাকে এবং স্পাইনাল স্ট্রোকে আক্রান্ত হই আমি। সামনে দীর্ঘ যাত্রা বাকি। তবে এই অবস্থায় ফিরে আসতে পেরে আমি কৃতজ্ঞ।
ভিডিও বার্তায় কেয়ার্নস বলেন, ‘এখানে ক্যানবেরা হাসপাতালের টিম থেকে সিডনির সেন্ট ভিনসেন্ট পর্যন্ত শল্যচিকিত্সক, ডাক্তার, নার্স, বিশষেজ্ঞদের ধন্যবাদ আমার প্রাণ বাঁচানোর জন্য। যত শুভকামনা পেয়েছি আমি ও আমার স্ত্রী মেল, সকলের কাছে কৃতজ্ঞ।’