এক ধাক্কায় ভারতে করোনার দৈনিক সংক্রমণ কমল ১৩.৭ শতাংশ, গত ২৪ ঘণ্টায় মৃত ৩০৯

ভারতে একদিনে করোনা দৈনিক সংক্রমণ কমল ১৩.৭ শতাংশ। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া হিসেব অনুযায়ী শনিবার ৩৫ হাজার ৬৬২ জন সংক্রামিত হয়েছিলেন। তার তুলনায় সংক্রমণ কমেছে রবিবার।  গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৩০ হাজার ৭৭৩ জন। এর জেরে সরকারি ভাবে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৪ লক্ষ ৪৮ হাজার ১৬৩। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৩০৯ জন। এর জেরে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ লক্ষ ৪৪ হাজার ৮৩৮।

দেশে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৩ লক্ষ ৩২ হাজার ১৫৮। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৩৮ হাজার ৯৪৫ জন। এখনও পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন মোট ৩ কোটি ২৬ লক্ষ ৭১ হাজার ১৬৭ জন। এদিকে আইসিএমআর জানিয়েছে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৫৫ কোটি ২৩ লক্ষ ৪০ হাজার ১৬৮টি নমুনা করোনার জন্য পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টাতে দেশে মোট ১৫ লক্ষ ৫৯ হাজার ৮৯৫টি নমুনা পরীক্ষা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.