আপনার দৈনন্দিন ব্যবহারের সরিষার তৈল আসল তো?

আপনার দৈনন্দিন ব্যবহারের সরিষার তৈল আসল তো? পরীক্ষা করুন সহজ পদ্ধতিতে (Determination Process Of Pure Mustard Oil)

ভারতীয়দের রান্নাঘরের খাদ্য তে সরিষা (Mustard) একটি অবিচ্ছেদ্য অঙ্গ। খাবারের স্বাদ বহুগুণে বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্যের জন্যও এটি খুব উপকারী বলে বিবেচিত হয়। সরিষার তৈল নিয়মিত দেহে মালিশ করলে ব্যথা থেলে মেলে মুক্তি। যদি কোনও ব্যক্তি ওজন হ্রাস করতে চান, তবে তার উচিৎ সরিষার তেলে খাবার রান্না করা। একই সঙ্গে এটি হাঁপানির রোগীদের জন্যও খুবই উপকারী । তবে সরিষার তৈল কেনার সময় দেখে নিতে হবে তা আসল না নকল।

লক্ষণীয় বিষয়, গত কয়েক বছর যাবত বাজারে নকল সরিষার তৈল (Mustard Oil) দ্রুত হারে ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়ার জন্য আপনাকে অবশ্যই জানতে হবে যে, আপনার তেল বিশুদ্ধ কিনা। ফ্রিজে সরিষার তৈল রেখে আসল এবং নকলের পার্থক্য জানা যায়।

কীভাবে জানবেন আপনার ব্যবহারের সরিষার তৈল বিশুদ্ধ কি না ?
খুব সহজ পদ্ধতিতে আপনি পরীক্ষা করে নিতে পারেন প্রতিদিন আমরা যে সরিষার তেল ব্যবহার করে চলেছি, তা কতটা খাঁটি। আপনি যদি ফ্রিজে রাখার পরে তেলটি জমাট বাঁধতে শুরু করে, তবে এটি ভেজাল। আর তেল যদি বিশুদ্ধ হয়, তবে তা তরল আকারেই থেকে যায়। কেনার সময়, তালুতে তেলটি ঘষে দেখে নিন, যদি তেল বর্ণ ছেড়ে চলে যায়, তবে জেনে রাখুন এতে ভেজাল রয়েছে। এছাড়া আরেকটি উপায়ও জানতে পারবেন যে আপনার তেলটি খাঁটি কি না। কোনও পরীক্ষার নল নিয়ে কয়েক ফোঁটা সরিষার তেল তাতে দিয়ে নাইট্রিক অ্যাসিড দিতে হবে। কিছুক্ষণের মধ্যে যদি নলটিতে লাল বর্ণ দেখা যায়, তবে আপনার তেল ভেজাল।

সর্বোপরি বলা যায়, প্রাচীনকাল থেকেই সরিষার তৈল মানুষের জীবনে একটি অপরিহার্য অংশ। শিশু থেকে বয়স্ক সকল বয়সের মানুষের শরীরেই এটি মালিশ করার কাজে লাগে। এটি মালিশ করলে ব্যথার উপশমের সাথে সাথে ত্বকও মসৃণ হয়ে ওঠে। আর সরিষার তেলে রান্না করা খাদ্যও সুস্বাদু এবং স্বাস্থ্যকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.