কর্নাটকে বড়ো প্রকারের নাশকতার ছক কষছে জেহাদিরা, আশঙ্কা গোয়েন্দা এজেন্সীগুলির।
জনবহুল এলাকাগুলোতে পুলিশ ও গোয়েন্দাদের নজরদারি এড়াতে কৌশলগতভাবে কম জনবহুল অঞ্চলগুলোকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে নাশকতার ছক কষছে জেহাদি সন্ত্রাসীরা।
জঙ্গিদের ব্যবহৃত স্যাটেলাইট ফোন ট্র্যাক করে এমনটাই আশংকা করছে রাজ্য ও কেন্দ্রীয় ইন্টেলিজেন্স এজেন্সীগুলি। ব্যাঙ্গালুরুকে টার্গেট করে ইসলামিক স্টেটের কায়দায় চালাতে পারে বড়ো ধরণের বোমা বিস্ফোরণ এমনটাই ভয় পাচ্ছেন গোয়েন্দারা।
ভারতে নিষিদ্ধ অত্যাধুনিক থুড়ায়া স্যাটেলাইট ফোনের মাধ্যমে জঙ্গিরা নিজেদের মধ্যে চালাচ্ছে কথোপকথন।
গোয়েন্দাদের বক্তব্য কর্ণাটকের ২২৫ কিলোমিটার (225 km) উপকূলবর্তী এলাকা যেখানে দক্ষিণ কানাড়া, কারওয়ার ও চিকমাগালুর জেলা অবস্থিত ওই সমস্ত এলাকায় জঙ্গিরা অবস্থান করছে।
এই জায়গাগুলি পাহাড়ি এলাকা ও জঙ্গলে ভরা। ইন্টেলিজেন্স এজেন্সীগুলি জানিয়েছে যে প্রায় ছয় মাস ধরে ট্র্যাক করার পর তারা জানতে পেরেছে যে ওই অঞ্চলে অন্তত ১২ জন ইসলামিক স্টেট জঙ্গি (Islamic State terrorist)লুকিয়ে আছে এবং তাদের আশ্রয় দিচ্ছে ইন্ডিয়ান মুজাহিদিন(Indian Mujahideen) ও মাওবাদী (Maoist) জঙ্গিরা।