স্বাধীনতা দিবসের ভাষণের জন্য পরামর্শ চেয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী, দুই ঘণ্টায় আসলো ৮৫০ উপদেশ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার স্বাধীনতা দিবসে নিজের ভাষণের জন্য দেশের মানুষের থেকে পরামর্শ চেয়েছিলেন। ওনার পরামর্শ চাওয়ার দুই ঘণ্টার মধ্যে ৮৫০ টি উপদেশ জমা পড়ে। প্রধানমন্ত্রী নিজের অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট থেকে নমো অ্যাপের মাধ্যমে এই পরামর্শ চেয়েছিলেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ট্যুইট করে লেখেন, ‘আমি আপনাদের আমার ১৫ই আগস্টের ভাষণের জন্য আপনাদের পরামর্শ নেওয়ার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আপানদের দেওয়া পরামর্শ লাল কেলার প্রাচীর থেকে ১৩০ কোটি ভারতীয় শুনবে।” নরেন্দ্র মোদীর এই ট্যুইটের পর ১১ঃ১৫ মিনিট থেকে দুপুর ২ঃ১৫ এর মধ্যে ৮৫০ টি পরামর্শ পেয়েছেন।

ওই পরামর্শর মধ্যে সর্ব শিক্ষা অভিযান থেকে দেশের সমস্ত নাগরিকদের স্বচ্ছ আর পান করার মতো যোগ্য পানীয় জল উপলব্ধ করার পরামর্শ আসে। ওই পরামর্শ গুলোর মধ্যে স্বচ্ছ ভারত প্রকল্পের মতো পুনর্নবীকরণযোগ্য শক্তির উত্স গ্রহণ করার উদ্যোগ গ্রহণের জন্য একটি পরামর্শ দেওয়া হয়েছে। ক্রমবর্ধমান জনসংখ্যা দ্রুত অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করার জন্য আরেকটি প্রস্তাব করা হয়েছে।

লোকসভা নির্বাচনে প্রচণ্ড জয় হাসিল করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিতীয় কার্যকালে ১৫ই আগস্ট লাল কেল্লা থেকে ওনার প্রথম ভাষণ শোনা যাবে। এই লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি নিজের ক্ষমতায় ৩০০ এর থেকে বেশি আসন নিয়ে পুনরায় ক্ষমতায় এসেছে। বিজেপির প্রধান বিরোধী দল কংগ্রেসের আসন গত বারের তুলনায় এবার বেড়েছে, কিন্তু তাঁরা আগের বারের মতো এবারও সংসদে বিরোধী দলের তকমা পায়নি। কারণ বিরোধী দলের জন্য প্রয়োজনীয় আসনের থেকেও তাঁরা কম আসন পেয়েছিল।

কংগ্রেস এবারের লোকসভা নির্বাচনে ৫৩ টি আসন আর ইউপিএ ৯৬ টি আসন পেয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.