মঙ্গলবারই কলকাতায় পা রেখেছেন ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া। আর গত সোমবার নীরজ চোপড়ার জার্মান কোচ ইউয়ি হোনকে ছাঁটাই করে দিয়েছে ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশন। দু’দিনের বৈঠক এবং টোকিয়োয় ভারতীয় জ্যাভেলিন থ্রোয়ারদের পারফরম্যান্স পর্যালোচনার পর ফেডারেশনের সভাপতি আদিল সুমারিওয়াল্লে জানিয়েছিলেন, জার্মান কোচকে ‘বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে’। যে হনকে ২০১৭ সালে নিয়ে এসেছিল ফেডারেশন। তবে ক্লস বারটোনিৎজকে রেখে দেওয়া হয়েছে। আদিল বলেছিলেন, ‘আমরা উয়ে হনকে পালটে দিচ্ছি। তাঁর পারফরম্যান্স ভালো ছিল না। আমরা দু’জন (নয়া) কোচ আনব।’
এই বিষয়ে নিজের মুখ খুললেন ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া। শহরের এক অুষ্ঠানে যোগ কোচ বিতর্কে মুখ খোলেন নীরজ। সম্প্রতি টোকিও অলিম্পিক্সে নীরজের জার্মান কোচ ইউয়ি হোনকে ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশনের তরফ থেকে সাসপেন্ড করা হয়েছিল। পরে ফেডারেশন তাকে ছেঁটে ফেলে। ফেডারেশনের সভাপতি আদিল সুমারিওয়ালা বলেছিলেন, ‘ইউয়ি হোনের পারফরম্যান্সে আমরা খুশি নই। তাই তাঁর জায়গায় নয়া কোচ নিযুক্ত করা হবে।’ এ বিষয়ে সরাসরি অবশ্য কোনও বিতর্কে গেলেন না নীরজ। বললেন, ‘বার্ডোনির কোচিংয়ে আমি গত দু’বছর ধরে খেলছি। উনি তো ভারতেই রয়েছেন। তাই আমার কোনও সমস্যা হবে না।’ট্রেন্ডিং স্টোরিজ
টোকিও অলিম্পিক্সের সোনা জয়ের পর জীবন বদলে গিয়েছে নীরজ চোপড়ার। তবে খ্যাতি-প্রতিপত্তি নীরজের মাথা ঘুরিয়ে দিতে পারেনি। শান্ত, স্বভাবের নীরজের পাখির চোখ এখন ২০২২ বিশ্ব চ্যাম্পিয়নশিপ। অক্লান্ত পরিশ্রম, নিষ্ঠা আর ধৈর্যশক্তি দিয়ে সাফল্যের শিখরে থাকতে চান নীরজ। তাই কোন কোচ এলেন বা গেলেন তার দিকে নজর না দিয়ে বর্তমান কোচের সঙ্গে কাজ করে নিজের সেরাটা দিতে চান নীরজ চোপড়া।