উপন্যাস সমালোচনা
মায়ের প্রেমিক-জয় গোস্বামী
দেশ শারদীয়-১৪২৮
এক সময় ছিল যখন বাংলা সিনেমায় হঠাৎ করে heart attack দেখানোর জন্য দেখানো হত বুকে হাত দিয়ে বসে পড়া।জয় গোস্বামী বাবু হয়ত সেখান থেকে “অনুপ্রেরণা “নিয়েছেন। সবাই ধড়ফড়িয়ে উঠছে আর মরছে! তাও এক জন না দুজন! আর একজন আবার স্ট্রোক!আর আর একজন ক্যান্সারে মারা গেলেন,একই উপন্যাসে! তিনি এখন গল্পের নাম টাই সাহসী দিতে পারেন,চরিত্রগুলোকে সাহসী করতে পারেন না,তার আগেই ধপাধপ বুকে হাত,পতন ও মৃত্যু!
গল্পে বউ স্বামীর পরকীয়া/ ব্যভিচার সব শান্ত মনে মেনে নেন,কোনো প্রতিবাদ ছাড়া ৫৮ বছর কাটিয়ে দেন,তারপর তার ও মনে হয় এবার একটু কাহানিমে টুইস্ট আনা যাক! তিনি ও প্রেমে পড়েন।একেবারে খাঁটি আগমার্কা সাত্ত্বিক প্রেম।যেখানে শুধু গান শুনেই দিন কেটে যায়! হতেই পারে,কিন্তু শরৎচন্দ্রের আমলে ফেললে কিছু খারাপ লাগত না,কিন্তু এই সময়ে! নিতে পারলাম না! আচ্ছা যার প্রেমে পড়েন তিনি ও বিপত্নীক।তাই কোনো গোল নেই।কেউ কিচ্ছু বলত না,শুধু বউটির ছেলে বড় হয়ে গেছে,তার চোখে খারাপ লাগবে,থুড়ি “অনুপ্রেরনা” বন্ধ হয়ে যেতে পারে, সেই ভয়ে বউটিকে জাস্ট মেরে ফেললেন! এইখানে আমার মনে হয়েছিল একটা গান দরকার ছিল” কিচ্ছু পাইনি আমি,আজীবন ভালোবাসা ছাড়া”
এর বেশি লিখতে ইচ্ছা করছে না।শুধু আনন্দবাজারের পক্ষেই এই উপন্যাস ছাপা সম্ভব।কারন ” নামে অনেক কিছু এসে যায়”
2021-09-16