একটি 18 সেকেন্ডের ছোট ভিডিও তে ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে বলতে শোনা গেছে যে বাংলাদেশ থেকে এসে যাঁরা False Documents জমা করে ভোটার লিস্টে নাম তুলেছেন তাঁদের ভোট তিনি চান না। False Documents জমা করে ভোটার লিস্টে নাম তোলা র তিনি বিরোধীতা করেছেন।
এই ভিডিও টি পোস্ট করে ঝটকা হিন্দুত্ববাদীরা প্রচার শুরু করেছেন যে প্রিয়াঙ্কা টিবরেওয়াল বাংলাদেশী হিন্দুদের বিরোধী এবং এই অপরাধে তাঁকে ভোটে পরাজিত করার জন্য ঝটকা হিন্দুত্ববাদীরা জোরদার প্রচার করছেন। একটু ভেবে দেখলেই বুঝবেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল ভুল কিছুই বলেন নি। তাঁর দাবী এটাই যে যাঁদের proper কাগজ নেই তাঁদের ভোটার লিস্টে রাখা চলবে না। বাংলাদেশের হিন্দুরা CAA আইনের দ্বারা সঠিক পদ্ধতির মাধ্যমে ভারতের নাগরিক হবেন। তারপরে ভোটার লিস্টে ঢুকবেন। বিনা সঠিক কাগজে কাউকেই ভোটার লিস্টে ঢোকানো চলবে না।
কাংলা দেশী শান্তি রা হিন্দু পরিচয় দিয়ে এই দেশে ঢুকে ভোটার লিস্টে নাম তুলে নিতে পারে। এটা আটকাতে ই proper process এর মধ্যে দিয়ে যাঁরা নাগরিক হবেন তাঁদেরই ভোটার তালিকায় ঢোকানো হোক। আজ এলাম আর কালকেই ভোটার তালিকা তে নাম উঠে যাবে – এটা চলবে না। এটা করেই অনেক ঘাপলা হয়েছে।
এমন বহু লোক আছে যারা ভারত বাংলাদেশ দুই দেশেই ভোট দেয়। এসব বেআইনি কাজ বন্ধ হোক।