ইদানীংকালে বাংলাদেশ থেকে আগত অনুপ্রবেশকারী মুসলমানরা কিন্তু এদেশে এসে সবার আগে নিজেদের বাপ বদলে সরকারী কাগজ বানিয়েছে,মানে ভারতে বসবাসকারী কোন ভারতীয় মুসলিমকে নিজের বাপ হিসাবে সরকারী কাগজে দেখিয়েছে। যারফলে এদের কাগজ অনকটাই বৈধতা পাবে।এরাই আবার অন্য নামে বাংলাদেশে নাগরিক আছে আজও।
অন্যদিকে ইদানীংকালে যেসকল হিন্দু বাংলাদেশ থেকে ভারতে এসে তারা বাপ বদলনা করেই ভারতীয় সরকারী কাগজ বানিয়েছে যার ফলে এদের কাগজের আদতে কোন মূল্য নেই তবে এরাও দ্বৈতনাগরিক ভারত ও বাংলাদেশের।
কিন্তু এইদের মধ্যে মিল হল এরা ভারতে এসেই তৃণমূলি রাজনীতির সঙ্গে নিজেদের যুক্ত করে নিয়েছে।দক্ষিণবঙ্গের দুই জেলা উত্তর ২৪ পরগনা ও নদীয়াতে বে- আইনি অনুপ্রবেশকারীদের বৈধ্য কাগজ তৈরির ব্যাপারের এগিয়ে, এইদুই জেলা প্রশাসন সবথেকে দুর্নীতিবাজ সামান্য টাকার লোভে এরা বাংলাদেশী অবৈধ অনুপ্রবেশকারীদের ভারতীয় বৈধ্য কাগজ বানিয়ে দেয়।
ভবিষ্যতে যখন পশ্চমবঙ্গে যখন NRC মাধ্যমে অনুপ্রবেশকারী চিহ্নিতকরণ হবে তখন সরকারের উচিৎ এদের আছে প্রাপ্ত ভারতীয় কাগজপত্র যে আধিকারিকরা অনুমোদন করে ছিল টাকার লোভে তাদেরও উপযুক্ত শাস্তি প্রদান করা।