ভূমিকম্পে কেঁপে উঠল শিলিগুড়ি, দার্জিলিং। কম্পন অনুভূত হয়েছে গ্যাংটক, গৌহটিতেও। জানা গিয়েছে এই ভূমিকম্পের এপিসেন্টার ছিল অরুণাচল প্রদেশ। রিখটর স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫। এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর না মিললেও অতীত অভিজ্ঞতা থেকে আতঙ্ক ছড়ায় স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে।
তবে খুব সামন্য সময়ই স্থায়ী হয় কম্পন।
ক্ষয়ক্ষতি না হলেও আতঙ্ক অবশ্য অমূলক নয়। আসলে ভূমিকম্প মানেই উস্কে ওঠে অতীতের স্মৃতি। ২০১১ থেকে মাঝেমধ্যেই ভূমিকম্পে কেঁপে উঠছে শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গ। সে বছর সিকিমে ছিল ভূমিকম্পের উৎসস্থল। সেখানে ৫৪ জনের মৃত্যু হয়। শিলিগুড়িতেও ৫ জন মারা যান। নেপালে কাঠমাণ্ডুতে ভূমিকম্পের জেরে ক্ষতি হয় উত্তরবঙ্গের অনেকটা এলাকা জুড়ে।
২০১৫ সালের এপ্রিলে পুরভোটের দিন প্রবল ভূমিকম্পে ভোট প্রক্রিয়া কিছু ক্ষণের জন্য বিপর্যস্ত হয়ে যায়। সে যাত্রায় জখম হয়েছিলেন অন্তত ৫০ জন। মৃত্যু হয়েছিল দু’জনের। ‘আফটার শক’-এর আতঙ্কে সে বার শিলিগুড়ির বহু মানুষ প্রায় রাতভর রাস্তা, মাঠে আশ্রয় নিয়েছিলেন।
২০১৬ সালেও একাধিক ভূমিকম্পে ক্ষয়ক্ষতি হয়েছে উত্তরবঙ্গে। কারও মৃত্যু না হলেও আহত হন অনেকে।