একটু পরেই মুখ্যমন্ত্রীর ভাগ্য পরীক্ষা, নজরে কর্ণাটক

রাজনৈতিক টানাপোড়েন তুঙ্গে৷ শুক্রবার সন্ধে ছটার মধ্যে ভাগ্য পরীক্ষা দিতে হবে কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারাস্বামীকে৷

এই মর্মেই বিবৃতি দিয়েছিলেন রাজ্যপাল ভাজুভাই ভালা৷ তবে শেষ পাওয়া খবরে কংগ্রেস-জেডিএস জোট সরকার রাজ্যপালের এই বিবৃতিকে মান্যতা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷

তাঁদের দাবি কোনও রাজ্যপাল এভাবে নির্দিষ্ট কোনও দলের হয়ে বক্তব্য রাখতে পারেন না৷ কর্ণাটকের রাজ্যপাল এইভাবে নিজের সাংবিধানিক পদকে অপমান করেছেন৷ তবে আলোচনার প্রস্তাব দিয়েছেন স্পীকার কে আর রমেশ৷শুক্রবার বিধানসভার অধিবেশনে একে অপরের দিকে কাদা ছোঁড়াছুড়ি চলে৷

বৃহস্পতিবার শেষ পযর্ন্ত আটকে যায় ফ্লোর টেস্ট৷ এই নিয়ে এদিকে ধরনায় বসে বিজেপি৷ যদিও কর্ণাটকের রাজ্যপাল বাজুভাই বালা বৃহস্পতিবারই এই আস্থাভোট সম্পূর্ণ করার কথা বলেছিলেন৷ যদিও শেষ পর্যন্ত তা আর হয়নি৷ এদিকে আস্থাভোটের জন্য আরও একদিন সময় পেয়ে গেলেন কুমারস্বামী৷

বিধানসভায় বৃহস্পতিবার এই আস্থা ভোট নিয়ে সাড়ে সাত ঘন্টার তর্ক-বিতর্কের পর স্পীকার রমেশ কুমার এই প্রক্রিয়া স্থগিত করে দেন৷ তর্ক-বিতর্কের সময় অনুপস্থিত কংগ্রেস বিধায়ক শ্রীমন্ত পাতিলের প্রসঙ্গ ওঠে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.