ম্যাঞ্চেস্টার টেস্ট বাতিল হওয়ার পর থেকেই নানা বিতর্ক চলছে। ইংল্যান্ড এক প্রকার ভারতের ঘাড়েই এর দায় চাপাচ্ছে। এ বার এই প্রসঙ্গে মুখ খুললেন বিরাট কোহলি। তাঁর মতে, এটা দুর্ভাগ্যজনক একটি ঘটনা।
ভারত অধিনায়ক বলেছেন, ‘খুবই দুর্ভাগ্যজনক ঘটনা যে শেষ টেস্ট খেলা হয়নি। কোভিডের জন্য সবটাই খুব অনিশ্চিত। যে কোনও সময়ে যা কিছু হতে পারে।’ট্রেন্ডিং স্টোরিজ
ভারতীয় শিবিরে করোনা আতঙ্ক হানা দেওয়ার পরেই ওল্ড ট্রাফোর্ডে শেষ টেস্ট খেলতে রাজি হয়নি ভারত। যদিও ভারতীয় ক্রিকেটারদের আরটিপিসিআর টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছিল। টেস্ট বাতিল হওয়ার কারণে ভারতীয় ক্রিকেটাররা আইপিএলের টিমে যোগ দিতে আগেভাগেই সংযুক্ত আরব আমিরশাহীতে উড়ে গিয়েছে।
বিরাট কোহলি তাঁর আইপিএলের টিম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অফিসিয়াল পোর্টালে সাক্ষাৎকার দেওয়ার সময়ে পঞ্চম টেস্ট নিয়ে মুখ খুলেছেন। ওল্ড ট্রাফোর্ডে টেস্ট বাতিল করতে হলেও, আইপিএল যে ভাল ভাবে শেষ করা সম্ভব হবে, সেই বিষয়ে আশাবাদী ভারত অধিনায়ক।
আইপিএলের নতুন পর্বে কোহলির টিমেও বেশ কিছু নতুন প্লেয়ার যোগ দিয়েছেন। সেই সঙ্গে নতুন চ্যালেঞ্জ রয়েছে এ বার আরসিবি-র সামনে। এখনও পর্যন্ত এক বারও আইপিএল জেতেনি ব্যাঙ্গালোর। এ বার জিততে মরিয়া হয়ে রয়েছে কোহলি ব্রিগেড। তিনি বলেছেন, ‘আশা করি, আমরা একটি সুন্দর, সংরক্ষিত পরিবেশে খেলতে পারব। এবং আইপিএলের সবটাই খুব উচ্চমানের হবে। এই পর্বে খুবই উত্তেজনা থাকবে। এবং এই পর্বটা আরসিবি-র জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার পরে টি-টোয়েন্টি বিশ্বকাপের হাত ধরে ভারতীয় দলের জন্যও গুরুত্বপূর্ণ সময় আসবে।’
আইপিএলের দ্বিতীয় পর্বে সব দলেই বিভিন্ন কারণে প্লেয়ার পরিবর্তন হয়েছে। সেই প্রসঙ্গে কোহলি বলেছেন, ‘আমরা শেষ পর্যন্ত কিছু কি-প্লেয়ারের পরিবর্তে টপ কোয়ালিটির প্লেয়ারদের দলে নিয়েছি। তবে আমরা কি-প্লেয়ারদের মিস করব। এবং ওরা আমাদের পরিবারেরই অংশ। কিন্তু যারা আসছে, তাদেরও বিশেষ দক্ষতা রয়েছে। বিশেষ করে এই পরিস্থিতিতে। তাই অনুশীলনে ওদের সঙ্গে দেখা করার জন্য আমি খুব আগ্রহী।’