ফের হুমকি ফোন দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে। শনিবার ৯/১১ তথা আমেরিকান টুইন টাওয়ার হামলার বর্ষপূর্তি। তার মাঝেই এল হুমকি ফোন। ফোনে জানানো হয়েছে, এয়ার ইন্ডিয়া বিমান ৯/১১ হামলার কায়দায় উড়িয়ে দেওয়া হবে। হুমকি ফোনের কথা প্রকাশ্যে আসতেই স্বাভাবিকভাবেই দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
এই খবর সামনে আসার পর থেকেই দিল্লি বিমানবন্দরে ব্যাপক চাঞ্চল্য দেখা গেল সাধারণ মানুষের মধ্যে। সেই সঙ্গে বেড়েছে বিমানবন্দরে সর্তকতা। লন্ডনগামী বিমানে তল্লাশি চালানো হচ্ছে। পুলিশ কুকুর এনেও গোটা বিমানবন্দরের তল্লাশি চলছে। পাশাপাশি, বিমানবন্দরের সামনে দাঁড় করোনা গাড়ি ও যাত্রীদের জিনিসপত্র সবকিছু পরীক্ষা-নিরীক্ষা করে, তবেই বিমানবন্দরে ঢোকার প্রবেশ দেওয়া হচ্ছে। দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি উড়ো ফোন আসে শুক্রবার রাতে, দিল্লির রানহোলা থানায়। সেই ফোন কলে রীতিমতো হুমকি দিয়ে জানানো হয়, যেভাবে আমেরিকার ৯/১১ হামলা চালানো হয়েছিল, ঠিক সেইভাবেই লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমানটি উড়িয়ে দেওয়া হবে।
প্রসঙ্গত, এই হুমকি ফোনের জেরে সাউথ-ওয়েস্ট দিল্লির ডিসিপি প্রতাপ সিং সকলকে সতর্কবার্তা দিয়েছেন, টুইটারের মাধ্যমে। তিনি টুইটারে জানিয়েছেন, ”এই হুমকি ফোনের জেরে আমরা বিমানবন্দরের নিরাপত্তা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছি। যাত্রীদের বলেছি, যাঁদের বিমান ধরার আছে, তাঁরা তাড়াতাড়ি পৌঁছে যান বিমানবন্দরে। কারণ, পরীক্ষা নিরীক্ষার কারণে দেরি হতে পারে।” সূত্রের খবর, দিল্লি বিমানবন্দরে ফোন করে হুমকি দেওয়া হয়েছিল খালিস্তানপন্থী সংগঠন, শিখ ফর জাস্টিসের পক্ষ থেকে। বর্তমানে তদন্তকারী আধিকারিকরা মনে করছেন, ক্রমশ সক্রিয়তা বাড়াচ্ছে খালিস্থানপন্থীরা। মনে করা হচ্ছে, তারা ৯/১১ কে সামনে রেখে বড়সড় নাশকতার ছক কষছে।
2021-09-12