রোজভ্যালি কাণ্ডে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়ার জন্য শুক্রবার সকালে এনফোর্সমেণ্ট ডিরেক্টরেট(ইডি) দফতরে পৌঁছলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। রোজভ্যালি প্রোডাকশনের ‘মনের মানুষ’ ও ‘হ্যাং ওভার’ ফিল্মে প্রসেনজিত্ অভিনয় করেছিলেন।
ইডি সূত্রে খবর, রোজভ্যালির একটি প্রজেক্টে কাজ করার জন্য কয়েক কোটি টাকার লেনদেন হয়েছিল। সেই আর্থিক লেনদেন সম্পর্কিত জিজ্ঞেসাবাদ এর জন্যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ সকাল ১১ টা নাগাদ ইডি দফতরে আসেন তিনি।
প্রসঙ্গত, গত ৯ জুলাই, মঙ্গলবার ইডি তাঁকে হাজিরার জন্য নোটিশ পাঠান। রোজভ্যালির বিভিন্ন অনুষ্ঠানে দেখা গিয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। এখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তকারী আধিকারিকরা তার কাছে জানতে চাইবে কেন তিনি এই অনুষ্ঠানে গিয়েছিলেন, অনুষ্ঠানে যাওয়ার জন্য দু-পক্ষের মধ্যে কোনও আর্থিক লেনদেন হয়েছিল কিনা।
গতকাল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ৭ ঘন্টার বেশি সময় ধরে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে ইডির তদন্তকারী আধিকারিকরা। তাকেও রোজভ্যালি কাণ্ডে জিজ্ঞাসাবাদ করা হয়। পাশাপাশি বয়ান রেকর্ড করা হয়েছে। ইডি দফতর থেকে বেরিয়ে অভিনেত্রী জানান, আমাদের কোম্পানি ভাবনা আজ ও কাল কে একটি চিঠি দিয়েছিল ইডি । সেই চিঠিতে পেয়েই এসেছিলাম। যা বলার বলেছি। সব বুঝিয়ে দিয়ে এসেছি। ওরাও বুঝে নিয়েছে।
ইডি সূত্রে খবর, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের কোম্পানির সঙ্গে রোজভ্যালি গ্রুপের একটি চুক্তি হয়েছিল। চুক্তি অনুযায়ী বেশ কয়েকটি সিনেমা প্রযোজনা করেছেন ঋতুপর্ণা। সেই সূত্রে রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর সঙ্গে তার যোগাযোগ হয়েছিল। অভিযোগ, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত রোজভ্যালির টাকায় বিদেশ সফরে গিয়েছিলেন। সেই বিষয়টিও জিজ্ঞাসাবাদের সময় তার কাছ থেকে জানতে চাওয়া হয়েছে। রোজভ্যালির টাকায় বিদেশ সফরে গিয়েছিলেন কিনা। রোজভ্যালির টাকায় বিদেশ গিয়ে থাকলে কেন গিয়েছিলেন।