রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি ৯/১১ উপলক্ষে নিউইয়র্কের গ্রাউন্ড জিরোতে গিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন। পাশাপাশি জঙ্গি দমনে একসঙ্গে লড়াই করার অঙ্গীকার জানিয়ে এদিন তিনি এক টুইট বার্তায় লেখেন, ‘আমার জঙ্গি বা তোমার জঙ্গি, ভার জঙ্গি বা বাজে জঙ্গি বলে কিছু হয় না।’ পাশাপাশি গোটা বিশ্বকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করার আহ্বান জানায় ভারত।
তিনি সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে গোটা বিশ্বের জেদ বাড়িয়ে দেওয়া উচিত নিউইয়র্কের গ্রাউন্ড জিরোর। এই স্থানটি আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করার কথা মনে করিয়ে দেয়। ৯/১১-এর ২০তম বার্ষীকিতে আমি সকল নিহতদের প্রতি শ্রদ্ধা জানালাম। সেদিন অনেক ভারতীয় এই হামলার শিকার হয়েছিলেন। অনেক ভারতীয় মারা গিয়েছিলেন।’
এর আগে টিএস তিরুমূর্তি নিরাপত্তা পরিষদের বৈঠকে দাবি জানান যাতে তালিবান আফগানিস্তানকে সন্ত্রাসবাদীদের আশ্রয়স্থলে পরিণত না করে, অথবা কোনও জঙ্গিকার্যকলাপে অর্থের জোগান না দেয়। তিনি আরও বলেন, ‘অ্যাসিস্ট্যান্স মিশন ইন আফগানিস্তান অনুযায়ী তালিবান কথা দিয়েছে কোনও আফগানবাসী দেশ ছাড়তে চাইলে, তাঁকে বাধা দেবে না তারা। আমরা আশা করি, এই প্রতিশ্রুতিগুলো মেনে চলা হবে। আফগানিস্তান থেকে আফগান এবং অন্য দেশের নাগরিকেরা নিরাপদে, সুরক্ষিত ভাবে এবং শৃঙ্খলা মেনে আফগানিস্তান ছেড়ে আসতে পারবেন।’