বিশ্বকাপ যোগ্যতাপর্বের ব্রাজিল-আর্জেন্তিনা ম্যাচ বাতিল হওয়ায় কোপা আমেরিকা হারের বদলা নেওয়ার সুযোগ অধরাই রয়ে গিয়েছে ব্রাজিলের। তবে পেরুকে এই আন্তর্জাতিক উইন্ডোর শেষ ম্যাচে ২-০ গোলে হারিয়ে নিজেদের কাতার বিশ্বকাপ যোগ্যতাপর্বের ১০০ শতাংশ রেকর্ড বজায় রাখল সেলেসাও বাহিনী।
তিতের দলের হয়ে এদিন ১৪ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন এভারটন রিবেইরো। ম্যাচের ৪০ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুন করেন নেইমার। প্রসঙ্গত, ব্রাজিলিয়ান জার্সি গায়ে এদিন নিজের ৬৯তম গোলটি করেন প্যারিস সাঁ-জাঁ তারকা। সেলেসাও জার্সিতে ১১৩ ম্যাচে অবিশ্বাস্য মনে হলেও ৪৮টি অ্যাসিস্টও রয়েছে নেইমারের দখলে।ট্রেন্ডিং স্টোরিজ
গোটা ম্যাচে আর কোন গোল না হওয়ায় ম্যাচ শেষ হয় ২-০ তেই। এই জয়ের ফলে আট ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকান বিশ্বকাপ যোগ্যতাপর্বের লিগ তালিকায় প্রথম স্থান ধরে রাখলেন নেইমাররা।