মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান উইলিয়ামস বার্নসের পর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে দেখা করলেন রাশিয়ার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজর নিকোলাই পেত্রোশেভ। ওদিকে, মঙ্গলবার তালিবান জঙ্গি সংগঠন নতুন সরকারের ঘোষণা করেছে। সেই দেশের নতুন সরকার হয়েছে মহম্মদ হাসান আখুন্দ। যে কিনা রাষ্ট্রসঙ্ঘের ঘোষিত জঙ্গি।
এই পরিস্থিতির মধ্যে ভারতের সঙ্গে রাশিয়া ও মার্কিনের বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। সূত্রের খবর, রাশিয়ার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজর ভারতে বুধবার এসেছেন। তিনি দুইদিনের সফরের জন্য ভারতে এসেছেন। অজিত ডোভালের সঙ্গে বুধবার তিনি বৈঠকে বসেছেন। সূত্রের খবর, বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গেও কথা বলবেন নিকোলাই পেত্রোশেভ।
প্রসঙ্গত, অজিত ডোভালের সঙ্গে উইলিয়াম বার্নসের বৈঠকে কি কি বিষয়য়ের ওপর কথাবার্তা হয়েছে, তা এখনও জানা যায়নি। তবে তাঁদের বৈঠকের পিছনে নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হবে বলে মনে করছেন আন্তর্জাতিক মহল। পাশাপাশি আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা হতে পারে বলে মনে করা হচ্ছে।
2021-09-10