কেউ বলছেন, ‘মেন্টর নাকি ডিআরএস (ডিসিশন রিভিউ সিস্টেম) কোচ?’ কারও আবার বক্তব্য, ভারত যদি টি-টোয়েন্টি বিশ্বকাপে জিতে যায়, তাহলে কি পুরো কৃতিত্ব মহেন্দ্র সিং ধোনিকেই দেওয়া হবে? টি-টোয়েন্টি বিশ্বকাপে ধোনি ভারতীয় দলকে মেন্টর করার বিষয়টি সামনে আসার পর থেকেই এমনই সব প্রশ্ন, মন্তব্যে উত্তাল হয়ে উঠেছে টুইটার।
বুধবার রাতের দিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দলে আছেন রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, কলকাতা নাইট রাইডার্সের বরুণ চক্রবর্তী। বাদ পড়েছেন কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, শিখর ধাওয়ানরা। যা নিয়ে কিছুটা বিতর্ক হলেও মূলত আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে মেন্টর হিসেবে ভারতীয় শিবিরে ধোনির প্রত্যাবর্তন। রাতে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দলকে মেন্টরিংয়ের কাজ করবেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।’ট্রেন্ডিং স্টোরিজ
যদিও হেড কোচ রবি শাস্ত্রী থাকা সত্ত্বেও ধোনিকে কেন মেন্টর করা হয়েছে কেন, তা নিয়ে প্রশ্ন তুলতে থাকেন অনেকে। কেউ কেউ আবার মজার উপাদানও খুঁজে পান। কেউ কেউ ছুড়ে দেন শ্লেষ। এক নেটিজেন বলেন, ‘নিশ্চিতভাবে মেন্টরের বাক্যানুবাদ করলে দাঁড়াবে ডিআরএস কোচ।’ অপর এক নেটিজেন বলেন, ‘যদি ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে, তাহলে কোহলি নন, উনি (ধোনি) কৃতিত্ব পাবেন।’ একধাপ এগিয়ে এক নেটিজেন বলেন, ‘যদি ভারত জিতে যায়, আমি একেবারে নিশ্চিত যে ওরা ধোনিকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাঠাবে।’ সঙ্গে বলেন, ‘২০১১ সালের বিশ্বকাপের ফাইনালে নায়কোচিত ৯৭ রান সত্ত্বেও টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলকে মেন্টর করার জন্য গৌতম গম্ভীরকে এড়িয়ে যাওয়ায় দুঃখিত।’ এক নেটিজেন তো বলেছেন, ‘জিতে গেলে ধোনি-ধোনি, হেরে গেলে শাস্ত্রী-শাস্ত্রী।’