৫০ টি হাঁসুয়া ও একাধিক আগ্নেয়াস্ত্র মিলল তৃণমূল নেতার বাড়ি থেকে। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কালিয়াচকের তিন নম্বর পঞ্চায়েত সমিতির আকন্দবেড়িয়া গ্রাম পঞ্চায়েতে। অভিযুক্ত তৃণমূল নেতা তরুণ ঘোষ পলাতক।
ঘটনাকে ঘিরে বৈষ্ণবনগর থানার পুলিশ জানিয়েছে, তৃণমূল নেতার গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে হাঁসুয়া ও আগ্নেয়াস্ত্র। বর্তমানে পুলিশ গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে। অভিযুক্ত তৃণমূল নেতা তরুণ ঘোষের নাম উঠে আসে গাড়ি রেজিস্ট্রেশন নম্বর ধরে খোঁজ করার পর। ঘটনার প্রসঙ্গে তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, অভিযুক্তের স্ত্রী পঞ্চায়েত সমিতির সদস্যা। বর্তমানে পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
তৃণমূল গত সোমবারই বিজেপির ১০ জন সদস্যের সমর্থনে কালিয়াচকের তিন নম্বর পঞ্চায়েত সমিতি নিজেদের কব্জায় এনেছে। জানা গিয়েছে, ওই ব্লকের তৃণমূল সভাপতি দুর্গেশ সরকারের নেতৃত্বে বিজেপি অন্যান্য সদস্যরা তৃণমূলকে সমর্থন জানিয়ে তৃণমূলেরই পঞ্চায়েত সমিতির সভাপতিকে অপসারিত করেছে। এই অপসারণের ঘটনায় যুক্ত ছিলেন তৃণমূল সভাপতি দুর্গের সরকার। এই ঘটনার প্রসঙ্গে বিজেপি নেতা গোবিন্দ মন্ডল জানিয়েছেন, ”তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সর্বজনবিদিত। সেখানে তৃণমূল নেতার গাড়ি থেকে অস্ত্র পাওয়া যাবে তা আর নতুন কথা কী! এটাই তৃণমূলের সংস্কৃতি। এইসব নেতাদের জন্যই রাজ্যে সন্ত্রাসবাদ ছড়াচ্ছে।”