মিয়ানমারের জনপ্রিয় জাতীয়তাবাদী বৌদ্ধ সন্ন্যাসী অশ্বিন উইরাথুকে মুক্তি দিয়েছে দেশের মিলিটারি জুন্টা সরকার।
উলেখ্য, রোহিঙ্গিয়া মুসলিমদের বিরুদ্ধে বিষোদ্গারের জন্য বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন এই বৌদ্ধ সন্ন্যাসী। তিনি নিয়মিত সোশাল মিডিয়ার মাধ্যমে এবং তার অনুসারীদের উদ্দেশ্যে ভাষণে মুসলিমদের, বিশেষ করে রোহিঙ্গিয়া মুসলিমদের বিরুদ্ধে জনমত গঠন করে থাকতেন তাঁকে কারাগারে পাঠাবার আগে পর্যন্ত। গত বছর তাঁকে জেলে পাঠানো হয়। উইরাথু মুসলিমদের অর্থনৈতিকভাবে পঙ্গু করার জন্য ব্যবসা ও আর্থিক লেনদেন বন্ধ করার ডাক ও দেন।
অনেকের ধারণা উইরাথু নিজেই কৌশিকলগত ভাবে মুসলিম বিদ্বেষ ছড়ান আন্তর্জাতিক ক্ষেত্রে তাঁর পরিচিতি বারবার জন্য। ২০১৩ সালে টাইম ম্যাগাজিন আশ্বিন উইরাথুকে নিয়ে একটি প্রচ্ছদ প্রতিবেদন করে যার শিরোনাম ছিল, “একজন বৌদ্ধ সন্ত্রাসীর প্রতিমূর্তি”।
রোহিঙ্গা মুসলমানদের তৃতীয় কোন দেশে স্থানান্তরিত করার দাবী নিয়ে তিনি সমাবেশও করেছেন তাঁর সংগঠন ৯৬৯ গ্রুপের মাধ্যমে । মুসলমানদের ব্যবসা-দোকান বয়কটের ডাক দিয়েছিলেন।
মুসলমানদের মধ্যে জন্মহার বেশি এমন বক্তব্য প্রচার করেছেন তিনি। এছাড়াও বলেছিলেন, বৌদ্ধ নারীদের জোর করে ধর্মান্তরিত করা হচ্ছে।
উইরাথুর মুসলিম বিদ্বষের জন্য তাঁর জনপ্রিয়তা হু হু করে বাড়তে থাকে। সেই সাথে বেড়েছে ক্ষমতা।
সোমবার মিয়ানমারের সামরিক সরকারের এক প্রবক্তা জানান উইরাথুর বিরুদ্ধে পূর্ববর্তী আং সান সূচি সরকারের আনা দেশদ্রোহিতার মামলা প্রত্যাহার করা হয়।