দিন ধার্য হয়ে গিয়েছে ভবানীপুর উপনির্বাচনের । ৩০ সেপ্টেম্বর । তৃণমূলের প্রার্থী খোদ মুখ্যমন্ত্রী, কংগ্রেস প্রার্থী দিচ্ছে না এবং বামেদের পক্ষ থেকে হয়তো প্রার্থী দেওয়া হচ্ছে । কিন্তু আজকের মূল বিরোধী পক্ষ বিজেপি গতকাল অবধি ঠিক করে উঠতে পারে নি । বুধবার অনেকগুলো নাম উঠে এলো যথা তথাগত রায়, রুদ্রনীল ঘোষ,প্রতাপ বন্দ্যোপাধ্যায়, প্রিয়াঙ্কা টিব্রিউয়াল এবং দেবশ্রী চৌধুরী ও লকেট চট্টোপাধ্যায় । প্রধান পর্যবেক্ষক ঠিক করা হয়েছে অর্জুন সিংকে, তাঁকে সহযোগিতা করবেন অন্য এক সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ।
এতো নামাযের মধ্যে শেষ পর্যন্ত কাকে ঠিক করা হতে পারে, প্রশ্ন করলে দলের সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, তিনটি নাম পাঠানো হয়েছে মাত্র । শোনা গিয়েছে, হয়তো কোনও মহিলা প্রার্থী করা হতে পারে সে ক্ষেত্রে আইনজীবী প্রিয়াঙ্কার নাম উঠে আসছে কারণ ভবানীপুর কেন্দ্রে অবাঙালি ভোটার আছে অনেক । তবে যাই হোক না কেন আজকেই নাম ঘোষণা করা হবে । অন্য দিকে ৮ নেতাকে ওই কেন্দ্রের ৮ টি ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হবে । অর্জুনকে প্রধান পর্যবেক্ষক করা নিয়ে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষের বক্তব্য, অর্জুন তো খুবই শান্তিপ্রিয় মানুষ তাই দেখতে হবে ভোটের শান্তি তিনি কতটা ধরে রাখেন ।