দেশে করোনায় গতকালের তুলনায় ২৫ শতাংশের বেশি বাড়ল দৈনিক মৃত্যু। কুড়ি শতাংশেরও বেশি বাড়ল দৈনিক সংক্রমণ।
বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৭ হাজার ৮৭৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় বেশি। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৩০ লক্ষ ৯৬ হাজার ৭১৮।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৬৯ জনের। গতকাল সংখ্যাটা ছিল ২৯০ জনে। তারফলে দেসে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ লক্ষ ৪১ হাজার ৪১১ জন। সবচেয়ে বেশি চিন্তায় রাখছে কেরলের পরিস্থিতি।
একদিনে দেশে করোনা সংক্রমণ বাড়লেও নিম্নমুখী অ্যাকটিভ কেস। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩ লক্ষ ৯১ হাজার ২৫৬ জন। তাছাড়া এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ২২ লক্ষ ৬৪ হাজার ৫১ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩৯ হাজার ১১৪ জন।
মঙ্গলবারে অ্যাক্টিভ কেসের সংখ্যা ছিল ৩ লক্ষ ৯১ হাজার ২৫৬। দেশে মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ২২ লক্ষ ৬৪ হাজার ৫১। দেশে একদিনে সুস্থ হয়েছেন ৩৯ হাজার ১১৪ জন।