পরীক্ষা কম হওয়ায় আরেক সোমবার রাজ্যে ৫০০ কাছাকাছি নামল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। তবে মৃত্যু রইল সেই ২ সংখ্যাতেই। এদিনও রাজ্যে সর্বোচ্চ মৃত্যু হয়েছে নদিয়ায়। রাজ্যে ফের সামান্য বেড়েছে সুস্থতার হার।
সোমবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুসারে রাজ্যে ২৬,৩৩৮টি করোনার নমুনা পরীক্ষা হয়েছে। তার মধ্যে ৫০৫টিতে সংক্রমণ মিলেছে। কলকাতায় সংক্রমণ ১০০-র ওপরেই রয়েছে। তবে উত্তর ২৪ পরগনায় নেমেছে ৮৫তে। দার্জিলিংয়ে সংক্রমণ ২৮, জলপাইগুড়িতে ৮। বাকি জেলাগুলির মধ্যে সর্বোচ্চ সংক্রমণ নদিয়ায়। সেখানে সোমবার ৪৪ জন আক্রান্তের খোঁজ মিলেছে।ট্রেন্ডিং স্টোরিজ
এদিন সর্বোচ্চ মৃত্যুও হয়েছে নদিয়ায়। শনিবার রবিবার সেখানে ৫ জনের মৃত্যু হয়েছিল। সোমবার মৃত্যু হয়েছে ৪ জনের। রাজ্যে এদিন করোনায় মোট মৃত্যু ১৩। উত্তর ২৪ পরগনায় ২ জনের মৃত্যু হয়েছে। রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮,৫১৫।
এদিন সুস্থ হয়েছেন ৬৬৪ জন। অ্যাক্টিভ কেস কমেছে ১৭২টি। যার ফলে মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা দাঁড়িয়েছে ৮,৪৮০। রাজ্যে সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৮.২৬ শতাংশ। সংক্রমণের হার বেড়ে হয়েছে ১.৯২ শতাংশ।