বকখালির সৈকতে ফের ভেসে এল জলচর স্তন্যপায়ীর দেহ। সোমবার সকালে বকখালি লাগোয়া হরিপুরের সৈকতে বিশাল প্রাণীটিকে পড়ে থাকতে দেখে ভিড় করেন স্থানীয়রা। খবর যায় বনদফতরে। বনকর্মীরা এসে দেহটি বালিতে পোঁতার ব্যবস্থা করেন।
এদিন সকালে কালিস্তান নদীর চরে বিশাল প্রাণীটিকে পড়ে থাকতে দেখে ছবি তুলতে শুরু করেন স্থানীয়রা। বেশ কিছুক্ষণ পর বনদফতরের কর্মীরা এসে গর্ত খুড়ে দেহটিকে পুঁতে দেন।ট্রেন্ডিং স্টোরিজ
স্থানীয় ফরেস্ট রেঞ্জার অশোক নস্কর জানিয়েছেন, ১৮ ফুট দীর্ঘ প্রাণীটি তিমি প্রজাতির কোনও সামুদ্রিক স্তন্যপায়ীর। প্রাণীটির ওজন কয়েক কুইন্ট্যাল। বেশ কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে বলে অনুমান।
বলে রাখি, গত ১ অগাস্ট বকখালির সমুদ্র সৈকতে উদ্ধার হয়েছিল এমনই একটি বিশালাকার প্রাণীর দেহ। বার বার কেন সৈকতে সামুদ্রিক প্রাণীর দেহ ভেসে আসছে তা জানতে জীববিজ্ঞানী ও সমুদ্রবিজ্ঞানীদের সাহায্য নিচ্ছে বনদফতর।
তবে জীববিজ্ঞানীদের একাংশের মতে, দূষণ ও মাছ ধরার ট্রলারের ধাক্কায় সৈকতের কাছে সামুদ্রিক প্রাণীর মৃত্যুর ঘটনা বাড়ছে বিশ্বজুড়ে।