দেশের ২.৫ লক্ষ গ্রামে সস্তায় হাইস্পিড ইন্টারনেট পৌঁছে দেওয়ার জন্য ২০ হাজার কোটি টাকা বরাদ্দ মোদী সরকারের

কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার দেশে সস্তায় হাইস্পিড ইন্টারনেট পৌঁছে দেওয়ার জন্য ‘ভারতনেট” যোজনায় এখনো পর্যন্ত ২০,৪৩১ কোটি টাকা বণ্টন করেছে। টেলিকম মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ রাজ্যসভায় একটি লিখিত প্রশ্নের লিখিত জবাবে বলেন, ‘ভারতনেট পরিকল্পনায় ভারত ব্রডব্যান্ড নেটওয়ার্ক লিমিটেডকে ইউনিভার্সাল সার্ভিস অব্লিগেশন ফান্ড থেকে এখনো পর্যন্ত ২০,৪৩১ কোটি টাকা দেওয়া হয়েছে। প্রথম দফায় ১০,২৮৬ কোটি এবং দ্বিতীয় দফায় ১০,১৪৫ কোটি টাকা দেওয়া হয়েছে।”

আপানদের জানিয়ে রাখি, ভারতনেট প্রোজেক্টের মাধ্যমে কেন্দ্রের মোদী সরকার দেশের ২.৫ লক্ষ গ্রামকে হাইস্পিড ব্রডব্যান্ডের সাথে যুক্ত করতে চাইছে। কেন্দ্রীয় টেলিকম মন্ত্রকের তরফ থেকে বৃহস্পতিবার সংসদে এই তথ্য দেওয়া হয়।

কি এই ভারত নেট প্রজেক্ট? ভারতনেট প্রোজেক্টের মাধ্যমে স্যাটেলাইট মিডিয়ার সাহাজ্যে গ্রাম পঞ্চায়েত গুলোকে যুক্ত করার পরিকল্পনা করছে কেন্দ্রের মোদী সরকার। কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, এখনো পর্যন্ত গড় অনুসারে, একটি ওয়াই-ফাই ইউজার দ্বারা প্রতিমাসে ৫২ এমবি ডেটা ব্যাবহার করা হয়। ৪ জুলাই ২০১৮ পর্যন্ত দেশে মোট ৩৪৫,৭৭৯ কিমি অপটিক্যাল ফাইবার কেবল বিছানো হয়েছে।

এর সাথে সাথে ১,৩১,৩৯২ গ্রাম পঞ্চায়েতকে হাইস্পিড ব্রডব্যান্ডের মাধ্যমে যুক্ত করা হয়েছে। এদের মধ্যে ১,২০,৫৬২ গ্রাম ইন্টারনেট পরিষেবা চালু করার জন্য প্রস্তুত। ভারতনেট প্রোজেক্টের দু দফায় মোট ৪৫,০০০ কোটি টাকার বিনিয়োগের কথা ছিল।

ভারতনেট প্রোজেক্ট অনুযায়ী, দেশের ২.৫ লক্ষ গ্রাম পঞ্চায়েতে ওয়াই-ফাই অথবা অন্য কোন প্রযুক্তির মাধ্যমে হাইস্পিড ইন্টারনেট দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.