দুবছর আগে ছবির মতো সুন্দর নিরিবিলি ফরাসি শহরে আশ্রয় নিয়েছিল দুই আফগান, প্রথমে মজুরির কাজ শুরু করে, কিন্তু শীঘ্রই এসেই নিজেদের জড়ায় জেহাদে; ইতিপূর্বে পশ্চিমবঙ্গেও দিন মজুর হিসেবে শুরু করে জেহাদে জড়াতে দেখা গেছে বাংলাদেশিদের। ধর্মের নামে জেহাদ এখন এক গ্লোবাল প্রব্লেম।
ফ্রান্সে আশ্রয় নেওয়ার কয়েক মাসের মধ্যেই জঙ্গি কার্যকলাপে জড়িয়ে পরে তারা। পুলিশের কাছে সঠিক প্রমান না থাকায় ধরা যায়নি তাদের, কিন্তু তারা সুরক্ষা বাহিনীর নজর এড়ায় নি কখনো।
নান্তেস শহরে প্লাম্বিং(plumbing) ও টুকিটাকি মজুরের কাজ করতো ওই দুই আফগান যুবক।শহরের এক প্রান্তে বাড়ি ভাড়া নিয়ে ছিল তারা।
প্রসঙ্গত উলেখ্য এই জেহাদে লিপ্ত হওয়ার ঘটনা এখন এক অন্যতম আন্তর্জাতিক সমস্যা। পশ্চিমবঙ্গেও বাংলাদেশ থেকে আগত লোকেরা প্রায়শই ছোটোখাটো কাজ করে জীবিকা নির্বাহ করার আড়ালে লিপ্ত হয় জেহাদে।
সূত্র মারফত সঠিক খবর পেয়ে ৪০ জনের একটি দল হানা দেয় তাদের বাড়িতে এবং প্রচুর পরিমান বিস্ফোরক পাওয়া যায় তাদের ফ্ল্যাট থেকে। এছাড়া পাওয়া যায় অনেক জিহাদি কাগজপত্রও পুলিশ এর সন্দেহ শহরে সিরিয়াল বোমা বিস্ফোরণের ছক ছিল জিহাদিদের।
ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং এরই সাথে ফ্রান্সে শরণার্থী বিরোধী আন্দোলনও ক্রমশ জোরদার হচ্ছে।