ব্যাট হাতে ব্যর্থ হলেন যশস্বী জসওয়াল। রান পেলেন না আরমান জাফর। তা সত্ত্বেও ওমানের ঝুলিয়ে দেওয়া চ্যালেঞ্জিং টার্গেট টপকে যেতে অসুবিধা হল না মুম্বইয়ের। চতুর্থ ওয়ান ডে ম্যাচে ৪ উইকেটে জয় তুলে নিয়ে মুম্বই ৩-১ ব্যবধানে সিরিজ জিতল ওমানের বিরুদ্ধে।
উল্লেখ্য, সফরের শুরুতেই তিন ম্যাচের টি-২০ সিরিজে ১-২ ব্যবধানে হার মানতে হয়েছিল মুম্বইকে। সেদিক থেকে ওয়ান ডে সিরিজ জিতে সেই হারের মধুর প্রতিশোধ নিলেন যশস্বীরা।ট্রেন্ডিং স্টোরিজ
সিরিজের চতুর্থ তথা শেষ ওয়ান ডে ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে ওমান। কাশ্যপ প্রজাপতির অনবদ্য শতরানে ভর করে ওমান নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ২৪৮ রান তোলে। কাশ্যপ ৫টি চার ও ৯টি ছক্কার সাহায্যে ১৩৮ বলে ১৪৬ রান করে আউট হন। এছাড়া নেস্টার ধামবা ৩২ ও রফিউল্লাহ ৪ বলে ৩টি ছক্কার সাহায্যে অপরাজিত ১৯ রান করেন।
মুম্বইয়ের হয়ে ৩টি উইকেট নেন শশাঙ্ক। ২টি উইকেট নিয়েছেন দীপক শেট্টি। আমন খান ও সাইরাজ পাতিল ১টি করে উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে নেমে মুম্বই মাত্র ১৮ রানের মধ্যে যশস্বী ও আরমানের মূল্যবান ২টি উইকেট হারিয়ে বসে। তবে আকর্ষিত গোমেল (৬০), হার্দিক তামোরে (৫৮) ও সাইরাজের (অপরাজিত ৫২) লড়াকু ব্যাটিংয়ে ভর করে মুম্বই ৪৬.৫ ওভারে ৬ উইকেটে ২৫১ রান তুলে ম্যাচ জিতে যায়।